TRENDING:

Viral: ‘দুটো বিয়ে করব’!বরের সঙ্গে প্রেমিককেও বিয়ে করতে চেয়ে থানায় তাণ্ডব নববধূর, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral:ছাদনাতলায় বরের পাশাপাশি তিনি প্রেমিককেও বিয়ে করতে চান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
থানায় হাজির নববধূ৷ সেখানেই শেষ নয়, তিনি সেখানে চরম নাটকীয় পরিস্থিতির কেন্দ্রে৷ থানায় গিয়ে তিনি সরাসরি আর্জি জানালেন প্রেমিককে বিয়ে করার৷ ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা) ৷ ভিডিওতে দেখা যাচ্ছে নববধূর সাজে থানায় ঢুকে কার্যত ঝড় তুললেন ওই তরুণী৷ চিৎকার করে বললেন ‘‘আমি দুটো বিয়ে করতে চাই! দুটো বিয়ে৷’’ অর্থাৎ ছাদনাতলায় বরের পাশাপাশি তিনি প্রেমিককেও বিয়ে করতে চান৷
advertisement

প্রাথমিক দর্শনে অনুমান, তিনি নেশাগ্রস্ত ছিলেন৷ অ্যালকহোলের প্রভাবে থানা লণ্ডভণ্ড করেন তিনি৷ ছুড়ে ফেলে দিন কাগজপত্র, মোবাইল ফোন৷ তাঁকে শান্ত করার চেষ্টা করে যান মহিলা কনস্টেবলরা৷ কিছু পরে দেখা যায় লাল ও সোনালি জরির শাড়ি পরা ওই তরুণীকে থানা থেকে টেনে বার করে নিয়ে যাচ্ছেন এক মহিলা কনস্টেবল৷ এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ৷ এখনও পর্যন্ত ৩৯ হাজার ভিউজ এসেছে৷ রিট্যুইট ২৬৮৷

advertisement

আরও পড়ুন :  রাঁধেন ও চেটেপুটে খান কুমড়ো ঝিঙে পোস্ত, কাঁটার জন্য অসুবিধে ইলিশে, রাশিয়ান তরুণী এখন পাকা বাঙালি গিন্নি

সুরসিক নেটিজেনদের মজার মজার মন্তব্যও এসেছে প্রচুর৷ এক নেটিজেন লিখেছেন ‘‘আমি ওঁর স্বামীর সুস্থতা কামনা করি৷’’ আর একজনের মন্তব্য ‘‘ওঁর উপর মঞ্জুলিকা ভর করেছে৷ ২ টো কেন, ২০ টা বিয়েও করতে পারে৷’’ আর এক জনের কথায়, এক কাণ্ড করে দুটো বিয়ের কী দরকার! তার চেয়ে প্রেমিককেই তো বিয়ে করে নিতে পারতেন৷

advertisement

আরও পড়ুন :  বোন পরিণীতির রোকায় যোগ দিতেই কি সপরিবারে মুম্বইয়ে প্রিয়ঙ্কা, বাড়ছে জল্পনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

তবে শুধুই তীব্র ব্যঙ্গ বা বক্রোক্তি নয়৷ কম হলেও নববধূ পেয়েছেন সহমর্মিতাও৷ নেটিজেনদের একাংশ তাঁর পক্ষ নিয়ে দোষারোপ করেছেন তরুণীর বাবা মাকে৷ জোর করে তাঁর বিয়ে দেওয়ার জন্য৷ তাঁদের মতে, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য তিনি মানসিক স্থিতি হারিয়ে ফেলেছেন৷ এর জন্য দায়ী তাঁর বাবা মা৷ কারওর কারওর মত, সব কিছু না জেনে একজনের আচরণ দেখেই মন্তব্য অনুচিত৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ‘দুটো বিয়ে করব’!বরের সঙ্গে প্রেমিককেও বিয়ে করতে চেয়ে থানায় তাণ্ডব নববধূর, রইল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল