নানা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মেয়েদের বহু বার এই গানের সঙ্গে তাল মিলিয়ে রিল বানাতে দেখা গিয়েছে। সম্প্রতি এমনই একটি ভিডিও আবার সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে একদল মেয়ে কালা চশমা গানের সঙ্গে তাল মিলিয়ে মন খুলে নাচছেন। ভিডিওটি ইন্টারনেটে আপলোড হতেই ভাইরাল হতে শুরু করেছে।
_wholesomememeworld নামের একটি টিকটক (TikTok) অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে, সেখানে ভিডিওর ক্রেডিট দেওয়া হয়েছে liv_opstad নামের একটি অ্যাকাউন্টকে।
advertisement
আরও পড়ুন : পান করুন এই মশলা ভেজানো জল, আপনার থেকে শতহস্ত দূরে থাকবে ব্লাড শুগার ও কোলেস্টেরল
মনমাতানো ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি ভলিবল কোর্টের ভিতরে একদল মহিলা খেলোয়াড় কালা চশমা গানের সঙ্গে সঙ্গে লাস্যময়ী ভঙ্গিতে নাচছেন। ভিডিওটি গত ১২ অগাস্ট শেয়ার করা হয়েছিল। ভিডিওটি আপলোড করার পর থেকে এখনও পর্যন্ত ৪.৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এটি প্রায় ৫.৪ লক্ষেরও বেশি লাইক এবং কমেন্ট পেয়েছে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এক কথায় অসাধারণ!’ অন্য একজন ফায়ার ইমোটিকন-সহ পোস্ট করে লিখেছেন যে, তিনি এই মেয়েদের ভারতীয় হিসাবেই দেখছেন, তাঁদের নৃত্যনৈপুণ্য ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে। বিদেশিনীদের এই খেলার মাঝে কালা চশমার তালে পারফরম্য়ান্স সকলেরই মনে ধরেছে।
আরও পড়ুন : নাছোড়বান্দা চর্বিকে বিদায় জানান পুজোর আগেই, দ্রুত ওজন কমাতে ডায়েটে দরকার এই ফলগুলির রস
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজের মনোভাব গোপন না রাখতে পেরে লিখেছেন যে, ‘আপনিই আসল বিজেতা! সত্যিই সেরা একটি পারফরম্য়ান্স! যাঁকে উদ্দেশ্য করে তিনি এই কথা লিখেছেন, সেই মেয়ের হাত থেকে বল ফস্কে গিয়েছে, গোল খেয়েছে তাঁর দল, কিন্তু তার ঠিক পরেই নিতম্বের দোলায় তিনি সকলের মাথা ঘুরিয়ে দিয়েছেন। এঁর জন্যই অন্য আরও একজন আবার লিখেছেন, ‘কারা কারা ভিডিওটি বার বার দেখেছেন?’ অধিকাংশ নেটিজেনরাই খেলোয়াড়দের এমন আমুদে মনোভাব দেখে বেজায় খুশি। অনেকে আবার তাঁদের টাইমিং সেন্স নিয়েও প্রশংসা করেছেন। সব মিলিয়ে নেটিজেনদের আকর্ষণের মূলে এসে দাঁড়িয়েছে এই কয়েক সেকেন্ডের ভিডিওটি।