TRENDING:

Viral Video : মাহুতকে পিঠে নিয়ে উথালপাথাল গঙ্গা পার হচ্ছে হাতি! বাঁচতে পারল কি ? দেখুন রোমহর্ষক ভিডিও

Last Updated:

Viral Video : বিহারের বৈশালীর রঘুপুর এলাকায় হঠাৎ গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় জলের ফাঁদে বন্দি হয়ে পড়ে হাতি ও তার মাহুত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৈশালী : বিহারের বহু অংশে তীব্র বৃষ্টিপাতের পরে গঙ্গা এখন জলোস্ফীত ৷ বিহারের বৈশালীতে এ বার ভরা গঙ্গা পার হতে দেখা গেল এক হাতি ও তার মাহুতকে ৷ পোষ্য ও প্রতিপালকের এই রোমাঞ্চকর ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷ বিহারের বৈশালীর রঘুপুর এলাকায় হঠাৎ গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় জলের ফাঁদে বন্দি হয়ে পড়ে হাতি ও তার মাহুত ৷
Viral Video
Viral Video
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে অকূল দরিয়ার জলস্রোত প্রাণপণে পার হওয়ার চেষ্টা করছে হাতিটি ৷ পিঠে মাহুতের যেন কোনও ক্ষতি না হয়, সেদিকে তার সজাগ দৃষ্টি ৷ গঙ্গার জলে হাতিটি পুরো ডুবে গিয়েছে৷ দেখে মনে হচ্ছে সে ডুবেই যাচ্ছে৷ এক মুহূর্তে মনে হয় যেন হাতি আর মাহুত কোনওভাবেই তীরে পৌঁছতে পারবে না৷ অবশেষে মাহুতকে নিয়ে হাতি পৌঁছয় নদীর কিনারে ৷ স্থানীয়রা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মাহুতকে নিয়ে প্রাণ হাতে করে হাতিটি সাঁতার কেটে রুস্তমপুর ঘাট থেকে ১ কিমি দূরে পটনা কেঠুকিঘাটে পৌঁছয় ৷ হাতিকে নিয়ে মাহুত সেখানে এসেছিলেন মঙ্গলবার ৷ কিন্তু গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় তারা আটকে পড়ে ৷

advertisement

আরও পড়ুন :  রীতিমতো স্ক্রোল করছে! স্মার্টফোনে নেশায় বুঁদ একদল বাঁদর! নিমেষে ভাইরাল ভিডিও

ফুলেফেঁপে ওঠা গঙ্গা থেকে নিরাপদে হাতিটিকে তীরে তুলতে নৌকোর দরকার ছিল ৷ কিন্তু মাহুতের কাছে সে সামর্থ্য ছিল না ৷ অগত্যা তাঁর নির্দেশে বাহন সাঁতার কাটতে শুরু করে ৷ মাহুত শুধু হাতির ঘাড়ের কাছে তার কান আঁকড়ে ধরে বসে ছিলেন ৷

advertisement

আরও পড়ুন : শুগার থেকে হাইপ্রেশারের মহৌষধ! অতি পরিচিত জামরুলকে ইংরেজিতে কী বলা হয় জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

গজরাজের প্রভুভক্তি দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ মাহুতবন্ধুকে নিয়ে নিরাপদে গঙ্গা পার হওয়ার পর তার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : মাহুতকে পিঠে নিয়ে উথালপাথাল গঙ্গা পার হচ্ছে হাতি! বাঁচতে পারল কি ? দেখুন রোমহর্ষক ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল