ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হয়েছে। পাকিস্তানের সাংবাদিক আরজু কাজমিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাইরাল ভিডিওটি। তাঁর পোস্ট রিট্যুইট করে নেটিজেনরা লিখেছেন লিখেছেন, "দেশীয় বাবা মা তাঁদের সন্তানকে সম্পর্কে দমবন্ধ হয়ে যেতে দেখবেন। কিন্তু ভালবাসাকে খুঁজে পেতে দেবেন না। " ভাইরাল ভিডিওতে প্রবীণার ওই আচরণের নিন্দা করেছেন নেটিজেনরা। তাঁদের কথায়, এই ভাবে সন্তানকে বড় করলে পরে বাবা মাকেই চোখের জল ফেলতে হবে।
advertisement
আরও পড়ুন :
প্রসঙ্গত ভ্যালেন্টাইন্স ডে তে এরকমই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল বাড়ির ছাদে প্রেমিক জুটিকে ধরে ফেলে পা থেকে চটি খুলে মারধর করছেন মা। কোনও প্রতিবেশীর রেকর্ড করা এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2023 9:37 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রেমদিবসে রেস্তরাঁয় খাচ্ছে প্রেমিক জুটি, আচমকাই হাজির প্রবীণা, চলল চটি দিয়ে বেদম মার, দেখুন ভাইরাল ভিডিও
