ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে লেখা হয়েছে, এই বিরিয়ানি যিনি অর্ডার করেছেন তিনি এ বার বিফল মনোরথ হলেন। রসিকতার সেই সুর ধরে আর এক নেটিজেনের মন্তব্য, এবং যাঁর বাড়িতে পৌঁছবে ভাসতে ভাসতে, তিনি খুব খুশি হবেন।
ভাসমান এই বিরিয়ানি ঘিরে নেটিজেনদের মজার সুর, হাসির রোল চলছেই। কোনও নেটিজেন লিখেছেন, এটাই কি হোম ডেলিভারির সাম্প্রতিক রূপ? আবার কারওর কথায় এটাই বিরিয়ানির দ্য গ্রেট এসকেপ বা মহাপলায়ন।
advertisement
আরও পড়ুন : রাজপথে হুইলচেয়ার চালিয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেট দুনিয়ায়
আরও পড়ুন : ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে
গত কয়েক দিন ধরেই তেলেঙ্গানার বিভিন্ন অংশে প্রবল বর্ষণ চলছে। এর ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। হাযদরাবাদ দিয়ে বয়ে যাওয়া মুসি নদী এখন জলস্ফীত । প্রতিকূল পরিবেশে জলবন্দি মানুষের কাছে কিছুটা হলেও হাসির মুহূর্ত পৌঁছে দিয়েছে ভাসমান বিরিয়ানির ভিডিও।