ইনস্টাগ্রামে রিল ভিডিওটি পোস্ট করেছেন লভলীন ভাটস৷ ওই অস্ট্রেলীয় তরুণী কোর্টনি তাঁর স্ত্রী৷ একটি খামারবাড়ির মাঝে তাঁরা দু’জনে হেঁটে চলেছেন৷ লভলীনের মাথায় কাটা ঘাসের বোঝা৷ কাপড়ের খণ্ড দিয়ে বাঁধা ঘাসের বোঝা স্ত্রীর মাথায় তুলে দিলেন লভলীন৷ তার পর তাঁরা হেঁটে গেলেন খামারবাড়ির সরু পথ ধরে৷ কিছু দিন আগে পোস্ট করা ভিডিওটিতে ভিউজ ছাপিয়েছে ১০ লক্ষ৷ লাইক পেয়েছে ৭৮ লক্ষের বেশি৷ এই জুটিকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা৷
advertisement
আরও পড়ুন : বুদ্ধির জোর কতখানি! দেখুন দেখি ছবিতে কোথায় লুকিয়ে বৃদ্ধের স্ত্রী
আরও পড়ুন : বিমানবন্দর গুলাবজামুন নিয়ে যেতে দেবে না, তা বলে কি পয়সার জিনিস নষ্ট হবে? ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
ইনস্টাগ্রামে লভলীন ভাটস অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর অনুরাগীর সংখ্যা ছাপিয়েছে ১.৯৭ লক্ষ৷ তাঁদের ঘরকন্নার কাপল-রিলস খুবই জনপ্রিয়৷ তাঁদের সব রিলের ভিউজ লক্ষাধিক সংখ্যা ছাপিয়ে যায়৷ কোনও রিল ভিডিওতে তাঁরা গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন৷ আবার কোনও ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে মজা করে ঝগড়া করতে৷ তাঁদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ লক্ষের বেশি৷