সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওটি বাংলাদেশের কোনও একটি স্টেশনের। তবে নিশ্চিত ভাবে স্টেশনের নাম জানা যায়নি। সম্ভবত বাংলাদেশের কোনও লোকাল ট্রেনের ভিডিও এটি। ট্রেনগুলিতে স্বাভাবিক ভাবেই প্রতিদিন এমন ভিড় হয়। এবং অনেকেই ট্রেনের ছাদে উঠে পড়েন সিট না পেলেই।
আরও পড়ুন: জেলে শুরুর রাত থেকেই মহা সমস্যায় ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডল, কী বিপদ!
advertisement
আরও পড়ুন: অনুব্রত মামলার বিচারককে হুমকি-চিঠি 'প্রেরক' তদন্তের মুখে, কে এই বাপ্পা চট্টোপাধ্যায়?
ট্রেনের ছাদে যারা বসে রয়েছেন, তাদের পক্ষেও এ যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা জেনেও ট্রেনে সিট না পেলেই ছাদে ওঠার চেষ্টা করেন বেশিরভাগ। নিরাপত্তারক্ষীদের চোখে পড়লে সেটি আটকে দেন তাঁরা। নইলে এভাবেই চলে বেশিরভাগ দিনের যাতায়াত। সম্প্রতি বাংলাদেশের এমনই এক ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।