শমা সিকন্দরকে ঘিরেও তেমন গুজব রটেছিল। ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর অভিনেত্রীর সম্পর্কেও এক অদ্ভুত গুজব রটেছিল। বলা হচ্ছিল তিনি একজন চিকিৎসকের ঘরণী এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন শমা। পাশাপাশি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি স্নানের রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷
advertisement
শমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তখন তিনি স্পষ্ট বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে পড়ার একটি কারণ হল সোশ্যাল মিডিয়ায় থাকা তাঁর একটি ছবি। সেই ছবিতে শমার সঙ্গে থাকা শিশুটি আসলে তাঁর ভাইঝি। শমার দাবি সে সময় বহু অভিনেত্রীই কোনও না কোনও চিকিৎসককে বিয়ে করছিলেন, তাই তাঁকে ঘিরেও এমন গুজব তৈরি হয়ে গিয়েছিল। শমা জোর দিয়ে বলেন, কোনও দিনই তিনি তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা লুকোনোর চেষ্টা করেননি।
আরও পড়ুন- আড়াই বছরে একটিও ট্রেন আসেনি এই স্টেশনে ! কারণ জানলে অবাক হতে বাধ্য
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শমা বলেন, ‘গুজব ছিল যে আমি একজন চিকিৎসককে বিয়ে করেছি এবং আমার একটি সন্তানও রয়েছে। আসলে আমার ভাইঝির সঙ্গে আমার একটি ছবি ছাপা হয়েছিল। কিন্তু মানুষ মনে করতে শুরু করলেন এটি আমার মেয়ে। তাই আমাকে তাদের জানাতে হয়েছিল যে সে আমার ভাইয়ের মেয়ে। এবং সেই সময়ে অনেক অভিনেত্রী চিকিৎসকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই আমি মনে করি যে তারা আমাকে নিয়েও গুজব ছড়িয়ে পড়ে। এতে লুকোনোর কী আছে!’
শমা তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা তার প্রমাণ অবশ্য রয়েছে। শমা তাঁর স্বামী জেমস মিলিরিয়নকে যখন ডেট করছিলেন তখনও তাঁদের সংবাদমাধ্যমে ছবি পাওয়া যেত। শমা নিজেই এক দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জেমসকে ডেট করার সময় এক সাংবাদিক তাঁকে জেমস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, কারণ সে সময় তাঁদের পরস্পরের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল। শমা প্রতিবেদককে স্পষ্ট বলেছিলেন, তিনি জেমসের প্রেমে পড়েছেন।
আরও পড়ুন- গাছ না গিরগিটি! সবুজের আড়ালে ১০ সেকেন্ডে গিরগিটি খুঁজতে গেলে লাগবে শ্যেনদৃষ্টি
শমা বিশ্বাস করেন যে তিনি প্রকাশ্যে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ার পরে অন্য অভিনেত্রী, যাঁরা দীর্ঘদিন তাঁদের সম্পর্কের কথা লুকিয়ে রেখে কেবল বন্ধু বলে প্রকাশ করতেন, তাঁরাও সাহস করে সম্পর্কের কথা স্বীকার করতে শুরু করেছিলেন। শমা বলেন, ‘আমি বুঝতে পারি না কেন একজন অভিনেত্রীর একজন প্রেমিক থাকতে পারবে না! যদি একজন অভিনেতার একজন স্ত্রী বা গার্লফ্রেন্ড থাকতে পারে, তা হলেও মেয়েরা তাঁর ভক্ত হবে। কিন্তু কোনও অভিনেত্রীর সঙ্গে একজন পুরুষ সঙ্গী থাকলেই সব শেষ। কেন মহিলারা কি ভালোবাসার যোগ্য নন? প্রত্যেকে মানুষেরই এমন কাউকে প্রয়োজন যাঁকে সে বিশ্বাস করতে পারে এবং যাঁর আশ্রয়ে নিরাপদ বোধ করতে পারে। আমি হয় তো এ বিষয়ে একটা পথের দিশা দেখাতে পেরেছি।’