TRENDING:

Viral Video: পাশে কড়া চোখে দাঁড়িয়ে শাশুড়ি, রুটি সেঁকতে গিয়ে বউমার যা হাল

Last Updated:

Viral Video: ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে৷ লাইকও এসেছে পাঁচ লক্ষের মতো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শাশুড়ি -বউমার সম্পর্ক একেবারে সব সম্পর্কের থেকে আলাদা৷ বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় সংস্কৃতিতে মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে চলে যায় এবং সেখানে শ্বশুর -শাশুড়ির (Sasuri) সঙ্গে ঘর করতে হয়৷ এই সম্পর্কটি রীতিমতো অম্লমধুর৷ তাদের মধ্যে যেরমক ভালবাসা থাকে, ঠিক তেমনিই কেউ একে অপরের বিরুদ্ধে নিজের আধিপত্য দেখার কোনও সুযোগই ছাড়ে না৷ রীতিমতো তু তু ম্যায় ম্যায় হয় এই সম্পর্কে৷ সোশ্যাল মিডিয়াতে তাই শাশুড়ি- বউয়ের (Bou) সম্পর্কের ভিডিও শেয়ার হয়৷ কখনও সেখানে গল্প থাকে ভালবাসার আবার কখনও ঝগড়ার৷
Viral Video: Sasuri teaching how make roti
Viral Video: Sasuri teaching how make roti
advertisement

এখন এই শাশুড়ি -বউমা নিয়ে ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিওতে শাশুড়ির নির্দেশে বউমাকে রুটি করতে দেখা যাচ্ছে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শাশুড়ি ও বউমা রান্নাঘরে রয়েছেন৷

আরও পড়ুন - Weather Update: অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল, মৌসুমী বায়ু হচ্ছে সক্রিয়, সন্ধ্যাবেলা কি হবে

শাশুড়ি সেখানে নিজের বউমাকে কী করে রুটি করতে হয় তার বিষয়ে নির্দেশ দিচ্ছেন৷ শাশুড়ি একদম ঘরোয়া আন্দাজে কীভাবে করতে হয় তা নিয়ে  নির্দেশ দিচ্ছেন৷ কীভাবে চাটুর ওপর রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷ বউমাও বেশ ঠিকভাবেই বেলন দিয়ে টিপে টিপে রুটিটিকে চেপে ধরছে৷ এই অবধি সব ঠিকই ছিল৷ তারপরে সব একেবারে বিগড়ে গেল৷ যা ঘটল নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না৷

advertisement

দেখে নিন সেই শাশুড়ি বউমার ভাইরাল ভিডিও (Viral Video)

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইনস্টাগ্রামে এই শাশুড়ি বৌমা ভিডিওটি  perfectly_arranged পেজে শেয়ার করা হয়েছে৷ ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে৷  লাইকও এসেছে পাঁচ লক্ষের মতো৷ প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্টও করেছেন৷ অনেকই এতে মিষ্টি রিঅ্যাকশন দিয়েছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে রুটি সেঁকতে সেঁকতে আগুনের ওপরেই গোটা রুটিটা দিয়ে দিয়েছেন আর শাশুড়ির মাথায় হাত৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পাশে কড়া চোখে দাঁড়িয়ে শাশুড়ি, রুটি সেঁকতে গিয়ে বউমার যা হাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল