এখন এই শাশুড়ি -বউমা নিয়ে ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিওতে শাশুড়ির নির্দেশে বউমাকে রুটি করতে দেখা যাচ্ছে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শাশুড়ি ও বউমা রান্নাঘরে রয়েছেন৷
আরও পড়ুন - Weather Update: অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল, মৌসুমী বায়ু হচ্ছে সক্রিয়, সন্ধ্যাবেলা কি হবে
শাশুড়ি সেখানে নিজের বউমাকে কী করে রুটি করতে হয় তার বিষয়ে নির্দেশ দিচ্ছেন৷ শাশুড়ি একদম ঘরোয়া আন্দাজে কীভাবে করতে হয় তা নিয়ে নির্দেশ দিচ্ছেন৷ কীভাবে চাটুর ওপর রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷ বউমাও বেশ ঠিকভাবেই বেলন দিয়ে টিপে টিপে রুটিটিকে চেপে ধরছে৷ এই অবধি সব ঠিকই ছিল৷ তারপরে সব একেবারে বিগড়ে গেল৷ যা ঘটল নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না৷
advertisement
দেখে নিন সেই শাশুড়ি বউমার ভাইরাল ভিডিও (Viral Video)
ইনস্টাগ্রামে এই শাশুড়ি বৌমা ভিডিওটি perfectly_arranged পেজে শেয়ার করা হয়েছে৷ ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে৷ লাইকও এসেছে পাঁচ লক্ষের মতো৷ প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্টও করেছেন৷ অনেকই এতে মিষ্টি রিঅ্যাকশন দিয়েছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে রুটি সেঁকতে সেঁকতে আগুনের ওপরেই গোটা রুটিটা দিয়ে দিয়েছেন আর শাশুড়ির মাথায় হাত৷