প্রেমিক-প্রেমিকাকে গাছে বাঁধা অবস্থায় দেখে ওই এলাকারই লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকেই উদ্ধার করে। প্রথমে প্রেমিক-প্রেমিকা পুলিশকে জানান যে তাঁদের অজ্ঞাতপরিচয় কেউ একজন মারধর করেছে। পরে তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তাঁদের থানায় এনে এ বিষয়ে লিখিত প্রতিবেদন জমা নেয়।
advertisement
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামকুমার রঘুবংশী জানান, ঘটনাটি খানউতা গ্রামের। ওই এলাকার খামারে একজন নারী-পুরুষকে বেঁধে রেখে মারধর করা হচ্ছে বলে কেউ থানায় খবর দিয়েছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে খামারে পৌঁছালে দেখে, মাঠে একজন নারী ও একজন পুরুষ বাঁধা অবস্থায় গাছের কাছে পড়ে রয়েছেন। এরপর ঘটনার সত্যতা জানতে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। ঘটনায় যাঁকে অভিযুক্ত বলে ধরে নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই বিষয়ে এখনও কিছু না জানা গেলেও তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন- Infertility in young couples: কম বয়সী দম্পতিদের মধ্যে বন্ধ্যাত্ব: কারণ এবং সমাধান
উল্লেখযোগ্য ভাবে, মধ্যপ্রদেশের অনেক ভিডিওই আজকাল সোশ্যাল সাইটে ভাইরাল করা হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি, শেওপুর জেলার একটি ভিডিও কিছুদিন আগে বেশ ভাইরাল হয়েছিল। যেখানে একটি গরুকে বাঁচাতে চম্বল খালে ঝাঁপ দেন এক যুবক। এরপর ওই যুবক প্রবল বেগে সাঁতরে কোনও ভাবে গরুর কাছে পৌঁছান এবং গরুর গলায় দড়ি বেঁধে তাকে তীরে নিয়ে আসেন। খালের পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীর সহায়তায় ওই যুবক গরুটিকে নিরাপদে খাল থেকে বের করেন। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এটি বীরপুর থানা এলাকার পাঁচ কলোনি গ্রামের কাছে চম্বল খালের ঘটনা। এই ভিডিও দেখে মানুষজন যুবকের এই কাজের প্রশংসা করেছিলেন।