আরও পড়ুন Viral| Old Couple Marriage: বুড়ো বয়সে আবার বিয়ে! দাদুর বিয়ে সাক্ষী থাকল নাতি-নাতনিরা!
রবিবার ভাটিন্ডায় সরকারি কাজে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছানি (Charanjit Singh Channi) গাড়ি থামিয়ে নেমে আসছেন৷ তারপর সদ্য বিবাহিত বর-কনের কাছে এসে দাঁড়াচ্ছেন৷ জানাচ্ছেন শুভেচ্ছা৷ বরকে আলিঙ্গন করছেন এবং কনকে কিছু উপহার দিচ্ছেন৷ সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা৷ শুভেচ্ছা জানানোর পর, অতিথি হিসেবে সামনে রাখা থালা থেকে মিষ্টি তুলে, মিষ্টি মুখও করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী যে এভাবে শুভেচ্ছা জানাবেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি নবদম্পতি৷ তাই তো তাঁরা এবং তাঁদের আত্মীয়রা খুবই আবেগআপ্লুত৷
advertisement
তিনি নবদম্পতিকে জিজ্ঞাসাও করেন যে কবে তাঁদের বিয়ে হয়েছে৷ তখন জানানো হয় যে শনিবারই এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে৷ তাঁদেরকেই হাত জোড় করে অভিনন্দন জানান চরণজিৎ সিং ছানি (Punjab Chief Minister Charanjit Singh Channi )৷
কিছুদিন আগেই কপুরথলাতে পড়ুয়াদের সঙ্গে ভাঙরা নাচেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছানি৷ তিনি ও উপমুখ্যমন্ত্রী সুখিন্দর সিং রন্ধওয়া মালওয়া এলাকার কটন বেল্ট পর্যবেক্ষণে বেরিয়েছেন৷ কী কারণে এর থেকে বিপুল ক্ষতি হচ্ছে, সেটাই বোঝার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷