TRENDING:

Viral Video Punjab CM: গাড়ি থামিয়ে রাস্তার মাঝে নবদম্পতিকে শুভেচ্ছা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, ভিডিও ভাইরাল

Last Updated:

ভাটিন্ডায় এক কাজে যাওয়ার পথে রাস্তায় নেমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী(Charanjit Singh Channi)৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন চরণজিৎ সিং ছানি৷ তার মধ্যেই সাধারণ মানুষের মন জয় করতে শুরু করেছেন তিনি৷ রবিবার নিজের কাজে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর নজরে আসে এক নবদম্পতি৷ সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে, রাস্তা মাঝেই তাদের শুভেচ্ছা জানান৷ হঠাৎ করে মুখ্যমন্ত্রী ((Charanjit Singh Channi)) এমন ব্যবহারে আপ্লুত হন বর-কনে৷ পঞ্জাব সরকারের ট্যুইটারে এই ভিডিও(Viral Video Punjab CM) আপলোড করা হয়৷ ভাটিন্ডায় এক কাজে যাওয়ার পথে রাস্তায় নেমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, লেখা হয় ট্যুইটারে৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় (Viral Video)৷
Viral Video Punjab Chief Minister
Viral Video Punjab Chief Minister
advertisement

আরও পড়ুন Viral| Old Couple Marriage: বুড়ো বয়সে আবার বিয়ে! দাদুর বিয়ে সাক্ষী থাকল নাতি-নাতনিরা!

রবিবার ভাটিন্ডায় সরকারি কাজে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছানি (Charanjit Singh Channi) গাড়ি থামিয়ে নেমে আসছেন৷ তারপর সদ্য বিবাহিত বর-কনের কাছে এসে দাঁড়াচ্ছেন৷ জানাচ্ছেন শুভেচ্ছা৷ বরকে আলিঙ্গন করছেন এবং কনকে কিছু উপহার দিচ্ছেন৷ সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা৷ শুভেচ্ছা জানানোর পর, অতিথি হিসেবে সামনে রাখা থালা থেকে মিষ্টি তুলে, মিষ্টি মুখও করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী যে এভাবে শুভেচ্ছা জানাবেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি নবদম্পতি৷ তাই তো তাঁরা এবং তাঁদের আত্মীয়রা খুবই আবেগআপ্লুত৷

advertisement

তিনি নবদম্পতিকে জিজ্ঞাসাও করেন যে কবে তাঁদের বিয়ে হয়েছে৷ তখন জানানো হয় যে শনিবারই এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে৷ তাঁদেরকেই হাত জোড় করে অভিনন্দন জানান চরণজিৎ সিং ছানি (Punjab Chief Minister Charanjit Singh Channi )৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

কিছুদিন আগেই কপুরথলাতে পড়ুয়াদের সঙ্গে ভাঙরা নাচেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছানি৷ তিনি ও উপমুখ্যমন্ত্রী সুখিন্দর সিং রন্ধওয়া মালওয়া এলাকার কটন বেল্ট পর্যবেক্ষণে বেরিয়েছেন৷ কী কারণে এর থেকে বিপুল ক্ষতি হচ্ছে, সেটাই বোঝার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video Punjab CM: গাড়ি থামিয়ে রাস্তার মাঝে নবদম্পতিকে শুভেচ্ছা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল