তবে, যা দেখা যাচ্ছে, ডা. শ্রদ্ধা চৌহানের বিষয়টা পুরোপুরি আলাদা! ৮০ বছর বয়সী ডা. শ্রদ্ধা চৌহান ট্যানডেম স্কাইডাইভ সম্পন্ন করে সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হিসেবে নাম আর যশ দুই অর্জন করে ফেলেছেন। তাঁর ৮০তম জন্মদিনে তিনি ১০,০০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন।
মাথা ঘোরা, সার্ভিকাল স্পন্ডিলাইটিস এবং মেরুদণ্ডের ডিস্কের সমস্যার মতো স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ডা. চৌহান দিল্লি থেকে প্রায় দুই ঘন্টা দূরে হরিয়ানার নার্নৌল বিমানবন্দরে অবস্থিত স্কাইহাই ইন্ডিয়াতে এই কৃতিত্ব অর্জন করে দেখিয়েছেন। বলে রাখা ভাল হবে যে এই স্থানটিই দেশের একমাত্র সার্টিফাইড বেসামরিক ড্রপ জোন।
advertisement
স্কাইহাই ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে ডা. চৌহানকে তাঁর ছেলে, ভারতের অন্যতম সম্মানিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সৌরভ সিং শেখাওয়াতের সহায়তায় লাফ দেওয়ার প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।
ক্লিপে ব্রিগেডিয়ার সৌরভ সিং শেখাওয়াতকে মায়ের ৮০তম জন্মদিনে তাঁর সঙ্গে স্কাইডাইভে অংশ নেওয়ার জন্য গর্ব প্রকাশ করতে দেখা গিয়েছে, শুভ জন্মদিন বলে মায়ের গালে চুমু খেতে দেখা গিয়েছে।
ডা. শ্রদ্ধা চৌহান এই প্রসঙ্গে তাঁর আনন্দ ভাগ করে নিয়ে বলেন, “আমার মনে বিমানের মতো আকাশে ওড়ার যে ইচ্ছা ছিল, আজ আমার ছেলে সেই ইচ্ছা পূরণ করেছে। এটি খুবই গর্বের মুহূর্ত।”
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ব্রিগেডিয়ার তাঁর মাকে লাফ দেওয়ার আগে স্ট্রেচিং এবং ওয়ার্ম-আপ ব্যায়ামে সাহায্য করছেন। বিমানে থাকাকালীন তিনি তাঁকে সরঞ্জামাদি সরবরাহ করতে সহায়তা করেছিলেন এবং কিছুক্ষণ পরে তাঁরা একসঙ্গে খোলা আকাশে লাফিয়ে পড়েন, একটি GoPro ক্যামেরা তাঁদের আনন্দময় মুহূর্তের ফুটেজ তুলে ধরে।
ডা. চৌহান এই যে ইতিহাস তৈরি করলেন, মাটিতে নেমে আসার পর অনেকেই তাঁকে অভিনন্দন জানাতে এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে জড়ো হন।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “তিনি এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা যিনি ট্যানডেম স্কাইডাইভ করেছেন। একজন মা। একটি মাইলফলক। একটি মুহূর্ত উত্থিত হয়েছে। সাহসের কোনও বয়স নেই। ভালবাসার কোনও উচ্চতা নেই।”