TRENDING:

Viral Video: ডিভোর্স চূড়ান্ত! প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রীর থেকে ‘স্বাধীনতা’ পেয়ে বালতি বালতি দুধে স্নান করে উদযাপন যুবকের! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Offbeat News: সোশ্যাল মিডিয়ায় এখন ভিডিও ভাইরাল৷ এসেছে অজস্র প্রতিক্রিয়া এবং মন্তব্য৷ স্ত্রীকে নিয়ে মানিক আরও বলেন, ‘‘ও প্রেমিকের সঙ্গে পালাচ্ছিল৷ কিন্তু পারিবারিক শান্তির কথা ভেবে আমি চুপ থেকেছি৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসমের বাসিন্দা মানিক আলির জীবনে উদযাপনের অভিনব উপলক্ষ হাজির৷ অবশেষে স্ত্রীর কাছ থেকে বহু প্রতীক্ষিত ‘স্বাধীনতা’ পেয়েছেন তিনি৷ ছক ভাঙা পথেই উদযাপনের পথে হাঁটলেন তিনি৷ বিবাহবিচ্ছেদের পর দুধে স্নান করলেন৷ অসমের নলবাড়ি জেলার বাসিন্দা মানিকের বালতি বালতি দুধে স্নান করার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
চার বালতি দুধে স্নান করেন তিনি (AI Generated Image)
চার বালতি দুধে স্নান করেন তিনি (AI Generated Image)
advertisement

সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির বাইরে প্লাস্টিকের চাদরের উপর দাঁড়িয়ে আছেন মানিক আলি৷ সেখানে পর পর চার বালতি দুধে স্নান করেন তিনি৷ এটাই তাঁর ডিভোর্সের উদযাপন৷ দুধে স্নান করার সময় তিনি চেঁচিয়ে বলতে থাকেন, ‘‘আজ থেকে আমি স্বাধীন’’! সোশ্যাল মিডিয়ায় এখন ভিডিও ভাইরাল৷ এসেছে অজস্র প্রতিক্রিয়া এবং মন্তব্য৷ স্ত্রীকে নিয়ে মানিক আরও বলেন, ‘‘ও প্রেমিকের সঙ্গে পালাচ্ছিল৷ কিন্তু পারিবারিক শান্তির কথা ভেবে আমি চুপ থেকেছি৷’’

advertisement

আরও পড়ুন : মুখ ফেরালেন বাবা! অভাবে পড়ে গয়না বন্ধক-বিক্রি! নিজেকে শেষ করলেন সদ্যবিবাহিতা জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার!

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে মানিকের স্ত্রী অন্তত দু’বার পালিয়েছিলেন৷ তার পরই আইনি পথে বিবাহবিচ্ছেদের কথা ভাবেন তাঁরা৷ ভাইরাল ভিডিওতে মানিক বলেন, ‘‘আমার আইনজীবী জানিয়েছেন যে আমার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তাই, আমি আজ নিজের স্বাধীনতা উদযাপন করতে দুধে স্নান করছি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ডিভোর্স চূড়ান্ত! প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রীর থেকে ‘স্বাধীনতা’ পেয়ে বালতি বালতি দুধে স্নান করে উদযাপন যুবকের! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল