অভিযোগ, গত ২ জুলাই মিথিলেশ কুমার মুখিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ভীমপুর অঞ্চলে জীবছাপুর এলাকায় তাঁর কাকা শিবচন্দ্র মুখিয়ার বাড়িতে৷ সেখানে তাঁকে মারধর করে একদল যুবক৷ অভিযোগ, শিবচন্দ্রের স্ত্রী রীতাদেবীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক আছে মিথিলেশের৷ ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে লোহার রড দিয়ে শারীরিক নিগ্রহ করা হয় মিথিলেশের৷ ঘটনাস্থলে টেনে আনা হয় রীতাকেও৷ তাঁকেও মারধর করে গ্রামবাসীরা৷ এর পর মিথিলেশকে বাধ্য করা হয় তাঁর কাকিমা রীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য৷ শিবচন্দ্র এবং রীতার ৪ বছরের একটি সন্তানও আছে৷
advertisement
ছেলেকে বাঁচাতে গিয়ে মিথিলেশের বাবা-মাও প্রহৃত হন বলে অভিযোগ৷ মিথিলেশ পিঠ, ঘাড় এবং হাতে গভীর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর বাবা৷ একজন গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ তার পর উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করা হয় মিথিলেশকে৷ এর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা৷
মিথিলেশের বাবা রামচন্দ্রর অভিযোগ, জীবছাপুরের বাসিন্দা রাজা কুমার, বিকাশ মুখিয়া, শিবচন্দ্র মুখিয়া, সুরজ মুখিয়া, প্রদীপ ঠাকুর, সুরেশ মুখিয়া এবং বেলাগঞ্জের যুবক রাহুল কুমার এবং সজন সাহনি চক্রান্ত করে মারধর করে মিথিলেশকে৷
উদ্ধার করার পর নিগৃহীত মিথিলেশকে প্রথমে নরপটগঞ্জ হাসপাতালে পাঠানো হয়৷ তার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরারিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি৷