TRENDING:

Viral Belly Dance: এখন ট্রেনেই উন্মত্ত নাচ! মসৃণ শরীরে বেলি ডান্সের ভিডিও ভাইরাল, দেখলে চক্ষু ছানাবড়া হবে

Last Updated:

Viral Belly Dance: স্বাভাবিক ভাবেই, ভিডিওটিতে যাত্রীদের নানা মজার মজার প্রতিক্রিয়াও শ্যুট হয়েছে। তাঁরা হঠাৎ ট্রেন যাত্রায় এই ধরনের অপ্রত্যাশিত পারফরম্যান্সে শিল্পীর সঙ্গে শান্তিপূর্ণ যাত্রার প্রত্যাশা করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকাল বিভিন্ন ট্রেন-বাস বা মেট্রো শুধু পণ্য বা মানুষ পরিবহনের জন্যই নয়, এগুলি বিনোদনের মাধ্যম হিসেবেও যেন বিকশিত হয়েছে। কোথাও জমজমাট মারামারির দৃশ্য থেকে শুরু করে ফ্যাশন শো, আবার কোথাও লাস্যময়ী পোশাকে নাচের পারফরম্যান্স, এককথায় পরিবহন মাধ্যম যেন বিনোদনের স্টেজে রূপান্তরিত হয়েছে। বিষয়বস্তুর প্রাচুর্য, স্বাচ্ছন্দ্যের নিরিখে এই অদ্ভুত প্রবণতা যখন ধীরে ধীরে বাড়ছে তখন আর সকলেই বা পিছিয়ে থাকেন কেন। অনেকেই এই নিয়ে ক্ষোভ বা বিক্ষোপ প্রকাশ করেছেন বটে, তবে দিন দিন এই ধরনের ঘটনা বাড়ছে। আবার একটি ভিডিও ইন্টারনেটে আবির্ভূত হয়েছে যেখানে এক মহিলাকে লাস্যময়ী ভঙ্গিতে নাচতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনে। ওই মহিলা পোল বা বেলি ডান্সের ভিডিও প্রকাশ করেছেন।
স্বল্প পোশাকে চলন্ত ট্রেনে উন্মত্ত বেলি ডান্স! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া
স্বল্প পোশাকে চলন্ত ট্রেনে উন্মত্ত বেলি ডান্স! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া
advertisement

কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ট্রেনের কামরার বিভিন্ন স্থানে নাচ পরিবেশন করছেন এবং তার ভিডিও বানাচ্ছেন। কালো ক্রপ টপ এবং প্যান্ট পরিহিত ওই মহিলা ট্রেনের করিডোর দিয়ে কৌশলে ঘুরে ঘুরে চলন্ত ট্রেনে নাচ পরিবেশন করছেন এবং সিটের উপরে উঠেও নিজের নাচের ভঙ্গিমায় ধরা দিচ্ছেন। রাৃফতারের ‘বেবি মরওয়াকে মানেগি’ গানে লাস্যময়ী ভঙ্গিতে নৃত্যরত ওই মহিলার ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: ১০০ কিমি বেগে আছড়ে পড়বে সাইক্লোন! লাল সতর্কতা জারি, ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘনাচ্ছে! কোথায় ল্যান্ডফল

স্বাভাবিক ভাবেই, ভিডিওটিতে যাত্রীদের নানা মজার মজার প্রতিক্রিয়াও শ্যুট হয়েছে। তাঁরা হঠাৎ ট্রেন যাত্রায় এই ধরনের অপ্রত্যাশিত পারফরম্যান্সে শিল্পীর সঙ্গে শান্তিপূর্ণ যাত্রার প্রত্যাশা করছেন।

অনেকেই এই ভিডিওটি দেখার পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আক্ষেপ করে বলেছেন, “জানেন আমি যে কী ভয়ে ভয়ে থাকি, কখনও যেন আমি ট্রেনে ভ্রমণ করার সময় এমন ইউটিউবারের সাক্ষাৎ না পাই। ” আরেকজন সংক্ষিপ্ত ভাবে নিজের মতামত জানিয়ে লিখেছেন, “অশ্লীলতা এখন শীর্ষে পৌঁছেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের আঁধারে পুজো, ভোরের আগেই বিসর্জন! কেন দিনের আলো দেখেন না মা কালী
আরও দেখুন

এই ঘটনা নতুন কিছু নয়। এখন অপ্রত্যাশিত ভাবে যাত্রীরা যে কোনও স্থানে ট্রেনযাত্রার সময় এই ধরনের পারফরম্যান্সের স্বাদ পেতে পারেন। জয়া জেরি, একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, তিনি তাঁর ইনস্টাগ্রামের একটি ভিডিওর জন্য নানা প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন। ওই ভিডিওতে তিনি তিনি এক বন্ধুর সঙ্গে ভোজপুরি হিট গান “সাজ কে সওয়ার কে”তে উত্তাল হয়ে নেচেছেন৷ সিটে ঘুমন্ত যাত্রীদের মধ্যেই তাঁরা তাঁদের পারফরম্যান্স চালিয়ে যাচ্ছিলেন। এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড হতেই সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই সহযাত্রীদের বিরক্ত করার জন্য জয়ার সমালোচনা করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Belly Dance: এখন ট্রেনেই উন্মত্ত নাচ! মসৃণ শরীরে বেলি ডান্সের ভিডিও ভাইরাল, দেখলে চক্ষু ছানাবড়া হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল