রাস্তার মধ্যেই স্বামীর কলার ধরে মারতে শুরু করেন স্ত্রী। রাগের চোটে বেধড়ক মারধর করেন স্বামীকে। স্বামী-স্ত্রীর মারামারি দেখতে রাস্তায় লোক ভিড় করে ফেলেন। তার উপর করবা চৌথের কেনাকাটার ভিড় থাকায় তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই সেই ঘটনা মোবাইলে ভিডিও করতে শুরু করেন।
আরও পড়ুন: বীরভূমের জাতীয় সড়কে হঠাৎ পুলিশি অভিযান! যা উদ্ধার হল জানলে আকাশ থেকে পড়বেন
advertisement
আরও পড়ুন: নোরার শরীরী বিভঙ্গে মাত, চোখ সরছে না ভক্তকূলের
যে দোকানের ভিতর এই ঘটনা ঘটে, সেই দোকানদার বাধ্য হয়ে ওই স্বামী-স্ত্রীকে সেখান থেকে বের করে দেন। দোকানে ওই মারামারি দেখতে এমন ভিড় হয়ে যায়, তিনি চিৎকার করে বের করে দেন ওই দম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়ে স্বামীকে বেধড়ক মারধরের ভিডিওটি।
পুলিশ সূত্রে খবর, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামীর সঙ্গে মারামারির পরই বাবা-মায়ের কাছে চলে গিয়েছেন স্ত্রী। বাজারে বান্ধবীদের সঙ্গে মা-কেও নিয়ে গিয়েছিলেন। সেখানেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী।