বীরভূমের জাতীয় সড়কে হঠাৎ পুলিশি অভিযান! যা উদ্ধার হল জানলে আকাশ থেকে পড়বেন

Last Updated:

ভুয়ো চালান-সহ ১৩ টি পাথর বোঝাই লরি আটক করল বীরভূম জেলা প্রশাসন। 

বীরভূমের জাতীয় সড়কে হঠাৎ পুলিশি অভিযান
বীরভূমের জাতীয় সড়কে হঠাৎ পুলিশি অভিযান
#বীরভূম: ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সিউড়িতে আচমকা পুলিশি অভিযান। ভুয়ো চালান-সহ ১৩ টি পাথর বোঝাই লরি আটক করল বীরভূম জেলা প্রশাসন ।
বীরভূমের সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বেশ কয়েকটি পাথর বোঝাই ট্রাক আটক করল ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা । এই সকল ট্রাকগুলোকে আটক করার কারণ হিসেবে জানা গিয়েছে, সকল গাড়িতে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সকল পাথরের জন্য যে চালান রয়েছে সেগুলি ভুয়ো।
আরও পড়ুন: কমছে স্লিপার, বাড়ছে এসি কোচ! বাড়তে চলেছে রেলযাত্রার খরচ
পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফ থেকে জানা গিয়েছে , কোথা থেকে এই বিপুল সংখ্যক ভুয়ো চালান আসছে তা খতিয়ে দেখার কাজ চালাবেন তাঁরা। এদিন যে সকল পাথর বোঝাই ট্রাকগুলিকে আটক করা হয়েছে সেই সকল পাথর বোঝাই ট্রাকগুলি মহম্মদ বাজার ব্লকের পাচামি এলাকা থেকে আসছিল এবং সেগুলি দুবরাজপুর হয়ে কলকাতার দিকে যাচ্ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন
ভুয়ো চালান নিয়ে পাথর সাপ্লাইয়ের কাজ চলছে এমনটাই খবর পান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। আর ঠিক তারপরই এই খবর পেয়ে আধিকারিকরা হানা দেন এবং সেই হানার পরিপ্রেক্ষিতেই সাফল্য আধিকারিকদের। আটক করা হয় বেশ কিছু ভুয়ো চালান-সহ পাথর বোঝাই ট্রাক। যেগুলি পরবর্তীতে ফাইন করা হবে। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অসীম পাল বলেন , " আমাদের নিয়মিত চেকিং হচ্ছে বৈধ চালান আছে কিনা । যাদের বৈধ চালান আছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে আর যাদের বৈধ চালান নেই তাদের আমরা আটক করছি । এখনো পর্যন্ত আমরা ৭ টা গাড়ি আটক করেছি যাদের বৈধ চালান নেই । পরবর্তীতে এই গাড়ি গুলির ফাইন করা হবে । "
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের জাতীয় সড়কে হঠাৎ পুলিশি অভিযান! যা উদ্ধার হল জানলে আকাশ থেকে পড়বেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement