ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বরযাত্রীরা রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে বরের বন্ধু ও আত্মীয়স্বজনেরা। ঘোড়ায় বসে রয়েছেন বর। আর সূর্যের আলোয় যাতে ঝলসে না যায় বরযাত্রী তার জন্য আস্ত একটা মণ্ডপ চলেছে বরযাত্রীর সঙ্গে। ড্রামের তালে তালে নাচ করছেন সকলে। আর চারজন লোক সেই মণ্ডপের চারিদিকের পিলার ধরে চলেছেন। এমন কাণ্ড দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: নিকো পার্কের লকার রুমে মারাত্মক কাণ্ড! গ্রেফতার ৪ কসবার বাসিন্দা
আরও পড়ুন: গরমের দিনের ফ্যাশন কেমন হবে? শেখাচ্ছেন বলিউডের এই নায়িকারা...
ট্যুইটারে দেবযানী কোহলি নামে একটি অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন, 'এটাই ভারত। জোগার করার সেরা ঠিকানা এই দেশ। তাপপ্রবাহকে হার মানিয়ে এমন বরযাত্রী ভারতীয়রাই খুঁজতে পারবেন'। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের মন জয় করে নিয়েছে এই ভিডিওটি। প্রায় ১৮ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি। বুধবার থেকে পোস্ট হওয়া এই ভিডিও এখন ভাইরাল।