আরও পড়ুন- শেষ হচ্ছে না মহামারী! ৬ থেকে ৮ মাসের মধ্যেই আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট!
দেখুন সেই ভিডিওটি-
৮৫ বছরের বৃদ্ধা প্রকাশীকে দেখা গিয়েছে তাঁর চেনা পরিচিত পোশাক, শার্ট, ঘাগরা এবং ওড়নাতেই। শুধু নাতি আর নাতবউ নয়, বিয়েতে আগত অন্য অতিথিরাও জুড়ে গিয়েছেন তাঁর সঙ্গে। যদিও নাচে (Shooter Dadi Viral Video) প্রকাশী দাদিকে টেক্কা দিতে ব্যর্থ সকলেই। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাদি লিখেছেন, “নাতির বিয়েতে ধুমধামাকা!”
আরও পড়ুন- সন্তান দত্তক নিতে গেলে প্রয়োজন নেই বিয়ের শংসাপত্রের, জানাল আদালত
অবশ্য এই প্রথম নয়। নিজের নাচের ঝলকানিতে নেটিজেনদের আগেও মুগ্ধ করেছেন শ্যুটার দাদি! ভাইরাল হওয়া গান ‘কাঁচা বাদাম’-এ নেচে সেই ভিডিও পোস্ট (Shooter Dadi Viral Video) করেছিলেন তিনি।
“ওয়াও দাদি”, ভিডিওতে কমেন্ড করেছেন ভূমি পেডনেকর। আপলোডের পর থেকে প্রায় ১২০০০ বার দেখা হয়েছে এই ভিডিওটি, লাইক করেছেন ১৫০০-র বেশি মানুষ।
ষাণ্ড কি আঁখ সিনেমায় ভূমি পেডনেকর অভিনয় করেছিলেন চান্দ্র তোমরের ভূমিকায়, তাপসী পান্নু অভিনয় করেছিলেন প্রকাশী তোমরের ভূমিকায়। চান্দ্র তোমর এবং প্রকাশী তোমরের জীবনের উপর ভিত্তি করে তুষার হিরানন্দানি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ৬০ বছর বয়সে গিয়ে এই দুই বোন বুঝেছিলেন শুটিং তাঁদের ভালোবাসা, তারপর থেকেই লক্ষ্যভেদই হয়ে ওঠে তাঁদের স্বপ্ন।