TRENDING:

Shooter Dadi Viral Video: ৮৫ তেও অটুট প্রকাশী তোমর! নাতির বিয়েতে নেচে ইন্টারনেটে ভাইরাল শ্যুটার দাদি

Last Updated:

Viral Video: চান্দ্র তোমর এবং প্রকাশী তোমরের জীবনের উপর ভিত্তি করে তুষার হিরানন্দানি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শ্যুটার দাদিদের (Shooter Dadi) এখন কে না চেনেন! ষাণ্ড কি আঁখ (Saand ki Aankh) সিনেমার সৌজন্যে চান্দ্র তোমর (Chandro Tomar) এবং প্রকাশী তোমরের (Prakashi Tomar) গল্প সকলের জানা। ৮৫ বছর বয়সেও নিজের চনমনে মন আর ছটফটে শরীর দিয়ে ইন্টারনেট মাত করেছেন প্রকাশী তোমর। সম্প্রতি শ্যুটার দাদি প্রকাশীর একটি ভিডিও (Shooter Dadi Viral Video) ভাইরাল হয়েছে। তবে এটা লক্ষ্যভেদের ভিডিও নয়। ধর্মেন্দ্রর সিনেমার বিখ্যাত গান ‘ইয়মলা পাগলা দিওয়ানা’-তে জমিয়ে নাচতে দেখা গিয়েছে প্রকাশী দাদিকে! উপলক্ষ্য, নাতির বিয়ে! নাতির বিয়েতে দিদিমা নাচবেন না এমন হয় নাকি! অনুষ্ঠান নাতি আর নাতবউয়ের সঙ্গে সমান তালে নেচে (Shooter Dadi Viral Video) আবারও সাড়া জাগিয়েছেন শ্যুটার দাদি প্রকাশী তোমর।
advertisement

আরও পড়ুন- শেষ হচ্ছে না মহামারী! ৬ থেকে ৮ মাসের মধ্যেই আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট!

দেখুন সেই ভিডিওটি-

৮৫ বছরের বৃদ্ধা প্রকাশীকে দেখা গিয়েছে তাঁর চেনা পরিচিত পোশাক, শার্ট, ঘাগরা এবং ওড়নাতেই। শুধু নাতি আর নাতবউ নয়, বিয়েতে আগত অন্য অতিথিরাও জুড়ে গিয়েছেন তাঁর সঙ্গে। যদিও নাচে (Shooter Dadi Viral Video) প্রকাশী দাদিকে টেক্কা দিতে ব্যর্থ সকলেই। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাদি লিখেছেন, “নাতির বিয়েতে ধুমধামাকা!”

advertisement

আরও পড়ুন- সন্তান দত্তক নিতে গেলে প্রয়োজন নেই বিয়ের শংসাপত্রের, জানাল আদালত

অবশ্য এই প্রথম নয়। নিজের নাচের ঝলকানিতে নেটিজেনদের আগেও মুগ্ধ করেছেন শ্যুটার দাদি! ভাইরাল হওয়া গান ‘কাঁচা বাদাম’-এ নেচে সেই ভিডিও পোস্ট (Shooter Dadi Viral Video) করেছিলেন তিনি।

“ওয়াও দাদি”, ভিডিওতে কমেন্ড করেছেন ভূমি পেডনেকর। আপলোডের পর থেকে প্রায় ১২০০০ বার দেখা হয়েছে এই ভিডিওটি, লাইক করেছেন ১৫০০-র বেশি মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

ষাণ্ড কি আঁখ সিনেমায় ভূমি পেডনেকর অভিনয় করেছিলেন চান্দ্র তোমরের ভূমিকায়, তাপসী পান্নু অভিনয় করেছিলেন প্রকাশী তোমরের ভূমিকায়। চান্দ্র তোমর এবং প্রকাশী তোমরের জীবনের উপর ভিত্তি করে তুষার হিরানন্দানি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ৬০ বছর বয়সে গিয়ে এই দুই বোন বুঝেছিলেন শুটিং তাঁদের ভালোবাসা, তারপর থেকেই লক্ষ্যভেদই হয়ে ওঠে তাঁদের স্বপ্ন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Shooter Dadi Viral Video: ৮৫ তেও অটুট প্রকাশী তোমর! নাতির বিয়েতে নেচে ইন্টারনেটে ভাইরাল শ্যুটার দাদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল