TRENDING:

Viral Video: ‘সোনা-রুপোর’ তৈরি পান ! দাম ৭৬০ টাকা ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন নেটিজেনরা

Last Updated:

Viral Video of Gold-Silver Plated Paan: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ধরনের পানের ভিডিও ৷ ‘গোল্ড-সিলভার প্লেটেড’ পান ! হ্যা, অবাক হলেও সত্যি ঘটনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পান খেতে অধিকাংশরাই পছন্দ করেন ৷ মিষ্টি পান (Viral Video) থেকে শুরু করে সাদা পান, কত কিছুই না পাওয়া যায় ৷ হরেক রকম জিনিস দিয়ে বেনারসী পানের সাজানো দেখেই মুগ্ধ হতে হয় ৷ খেতে তো ভালো হবেই (Viral Video of Gold-Silver Plated Paan) ৷
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পান খেলে কিন্তু ভয়াবহ বিপদের ভয় আছে৷ বিশেষ করে পানের সহযোগী হিসেবে যদি খয়ের, চুন আসে আর তার সঙ্গে সুপুরি এসে জোটে, আর সুপুরির সঙ্গে এসে জোটে দোক্তা বা জর্দা তাহলে কিন্তু আপনার সামনে সমূহ বিপদ।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পান খেলে কিন্তু ভয়াবহ বিপদের ভয় আছে৷ বিশেষ করে পানের সহযোগী হিসেবে যদি খয়ের, চুন আসে আর তার সঙ্গে সুপুরি এসে জোটে, আর সুপুরির সঙ্গে এসে জোটে দোক্তা বা জর্দা তাহলে কিন্তু আপনার সামনে সমূহ বিপদ।
advertisement

আরও পড়ুন-নতুন বছরে আসুক নতুন জেল্লা, এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ত্বকের যত্ন নিন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ধরনের পানের ভিডিও ৷ ‘গোল্ড-সিলভার প্লেটেড’ পান ! হ্যা, অবাক হলেও সত্যি ঘটনা ৷ এমন পানও পাওয়া যাচ্ছে বাজারে ৷ পানটি কীভাবে বানানো হচ্ছে, সেটাও দেখানো হয় ভিডিওতে ৷ মশলা, গোলাপ বাঁটা, চন্দন বাঁটা এবং অন্যান্য অনেক ধরনের মশলা ঢালা হয় পানের পাতায় ৷ ঢালা হয় গুলকন্দও৷ সবমিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার ৷ @thegreatindianfoodie নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি ৷

advertisement

আরও পড়ুন-মা হতে চলেছেন পরীমনি, সেরেছেন গোপনে বিয়ে, জানালেন সন্তানের পিতৃপরিচয়

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

তবে এত কিছুর পর সবার শেষে সোনালী রাংতার মতো যে জিনিসটি দেওয়া হচ্ছে পানের মধ্যে ৷ তা দেখে সবারই চক্ষু ছানাবড়া ৷ জানা গিয়েছে, পানটির দাম প্রতি পিস ৭৬০ টাকা করে ৷ এত দামি একটা পান খেতে কত জনই বা চাইবেন ৷ সেটাই প্রশ্ন ৷ ২০ থেকে সর্বাধিক ১০০ টাকা দামেরও পান সবাই খেয়েছেন ৷ কিন্তু তাই বলে ৭৬০ টাকা ! নেটিজেনরা অনেকেই এই পানের ভিডিও দেখে বলেছেন, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গিয়েছে ৷ এত ‘হাই-ফাই’ পান খাওয়ারও দরকার নেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘সোনা-রুপোর’ তৈরি পান ! দাম ৭৬০ টাকা ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল