TRENDING:

রাস্তার মাঝখানে দাউ দাউ করে জ্বলছে Ola E-Scooter, মুহূর্তে ভাইরাল ভিডিও, জেনে নিন আসল কারণ কী ....

Last Updated:

এই ভিডিওটি পুণের লোহেগাঁও এলাকার বলে দাবি করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক টু-উইলার ওলা ইলেকট্রিক স্কুটারে (Ola Electric Scooter) আগুন লাগার একটি ঘটনা  সম্প্রতি সামনে আসতেই মুহূর্তের মধ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে ওলা এস১ প্রো (Ola S1 pro) ৷ এই ভিডিওটি পুণের লোহেগাঁও এলাকার বলে দাবি করা হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে কত হল

৩১ সেকেন্ডের এই ভিডিও-তে দেখা যাচ্ছে ব্যাস্ত একটি এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুটারটিতে আগুন লেগে যায় আচমকা ৷ তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে কোনও প্রযুক্তিগত ক্রুটির কারণে স্কুটারে আগুন লেগে যায় ৷ সোশ্যাল  মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, এই আগুন স্কুটারে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারিতে শর্টসার্কিট থেকে লাগতে পারে ৷

advertisement

advertisement

আরও পড়ুন: মাত্র ৫টি স্টেপে করিয়ে নিন e-KYC, না হলে মিলবে না যোজনার টাকা

স্কুটারে ব্যবহার হয়ে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি -

জেনে রাখা দরকার যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন লাগলে তা নেভানো বেশ মুশকিল ৷ জলের সংস্পর্শে এলেই সেটা সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস ও লিথিয়াম-হাইড্রোক্সাইড তৈরি করে, যা আরও বেশি দাহ্য হাইড্রোজেন গ্যাসে পরিণত করে। ওলা S1-এ 2.97 kWh ব্যাটারি রয়েছে ৷ অন্যদিকে ওলা S1 প্রো-তে 3.98kWh ব্যাটারি পাওয়া যায় ৷ কারণ যাই হোক না কেন এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অনেকেই ভয় পেয়ে গিয়েছেন ৷ এবং যাঁরা আগামী দিনে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছিলেন তাদের জন্য একটু হলেও চিন্তার কারণ হয়ে উঠতে পারে এই ভিডিওটি ৷

advertisement

আরও পড়ুন: আপনার Pan Card নকল নয় তো ? যাচাই করে নিন এই ভাবে...

গত বছর লঞ্চ করা হয়েছিল এই স্কুটারটি

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ওলা ইলেকট্রিক স্কুটার জুলাই ২০২১ সালে লঞ্চ করা হয়েছিল ৷ কেবল ২৪ ঘণ্টায় ১ লক্ষ অর্ডার পেয়েছিল সংস্থা ৷ এরপর ১৬ ডিসেম্বর বেশি কিছু নির্দিষ্ট শহরে এই স্কুটারের ডেলিভারি শুরু করেছিল সংস্থা ৷ প্রথম ১০০টি স্কুটার চেন্নাই ও বেঙ্গালুরুর গ্রাহকদের ডেলিভার করা হয়েছিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাস্তার মাঝখানে দাউ দাউ করে জ্বলছে Ola E-Scooter, মুহূর্তে ভাইরাল ভিডিও, জেনে নিন আসল কারণ কী ....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল