আরও পড়ুন-নেলপলিশ প্রিন্টিং মেশিন কখনও দেখেছেন? স্রেফ আঙুল ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে!
সম্প্রতি নিউ ইয়র্কের সেরেন্ডিপিটি রেস্তোরাঁয় মেনু তালিকায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম রাখা হয়েছে প্রায় $২০০ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫,৮০০ টাকা। এটিকে আপাতত বিশ্বের সবচেয়ে মূল্যবান ফ্রেঞ্চ ফ্রাইয়ের তকমা দেওয়া হয়েছে। এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে হয়েছে। মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে ১৫,৮০০ টাকার ফ্রেঞ্চ ফ্রাইতে বিশেষ কী আছে? বিশেষ এই খাবারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে দামি ও উন্নতমানের আলু। ভিনটেজ ২০০৬ শ্যাম্পেন, জি লো ব্ল্যাঙ্ক ফ্রেঞ্চ শ্যাম্পেন ভিনিগার, ট্রাফল সল্ট, ট্রাফল অয়েল, স্পেশাল পনির ও বাটারের পাশাপাশি ২৩ ক্যারেট এডিবল সোনার ডাস্টিং। এই সব মিলিয়েই প্রস্তুত করা হয় গোল্ডেন ফ্রেঞ্চ ফ্রাই। এই অত্যন্ত দামি ফ্রেঞ্চ ফ্রাই ১৩ জুলাই আবার ফিরে আসছে রেস্তোরাঁয়, যা আমেরিকাতে ন্যাশনাল ফ্রেঞ্চ ফ্রাই ডে (National French Fry Day) নামে পরিচিত।
advertisement
বিশ্ব রেকর্ডের খাতায় নিজেকে নথিভুক্ত করে নেওয়া এই অনন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের পোশাকি নাম 'Crème dela Crème Pommes Frites'। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম শুনে অবাক হয়ে গিয়েছেন। কর্মকর্তারা একে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে ঘোষণা করেছিলেন এবং এটি সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন।
মজার ব্যাপার হল, এই রেস্তোরাঁ শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যেই নয়, ডেজার্টের জন্যেও বিখ্যাত। এখানে সবচেয়ে দামি ডেজার্টও পরিবেশন করা হয়, যার দাম ২৫,০০০ ডলার অর্থাৎ ১৯ লক্ষ টাকা। স্বাদের চেয়েও বেশি করে এই সব খাবার এদের অনন্য দামের জন্যই যেন তুমুল পরিচিতি পেয়েছে!