বাদশাহের গান জুগনু -র দিওয়ানি তো সারা দুনিয়া৷ এই গানে ডাক্তারির ছাত্ররা শর্ট রিল বানিয়ে (Medical Students Jugnu Dance Video) সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর তার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে৷ নেটিজেনরা একদল তরুণীর নাচের ফ্যান হয়ে গেছেন৷ ইতিমধ্যেই এই ভিডিও-র লক্ষাধিক ভিউ হয়ে গেছে৷
ডাক্তারির ছাত্রীরা (Medical Students) নিজেদের পড়াশুনোর পাশাপাশি নেটিজেনরা মুগ্ধ হয়ে যাচ্ছেন নেটিজেনরা৷ তাঁদের স্টেপস দেখে লোকে অবাক৷
advertisement
আরও পড়ুন - Virat and Anushka: আঁটোসাঁটো পোশাক, শরীরে যৌবনের জোয়ার, অনুষ্কা শর্মার ভাইরাল ছবিতে বিরাট যা লিখলেন
ডাক্তারির ছাত্রীরা এই নাচ করছেন আবার একেবারে ইউনিফর্ম পরেই মেতেছেন৷ ইনস্টাগ্রামে এই ভিডিও chinmai_reddyy_নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট হচ্ছে৷ ভিডিও শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে৷ ক্যায়সা যা রহা হ্যায় হফ্তা? - অর্থাৎ বাংলায় যার অর্থ আপনাদের সপ্তাহ কেমন যাচ্ছে৷ এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে৷ এই পর্যন্ত ৫০ লক্ষ ভিউ হয়েছে৷ ৪ লক্ষ লাইক হয়ে গেছে৷ নাচের এমন অবিরাম তাল সকলেরই চোখ আটকাচ্ছে৷ দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video) ৷
জুগনু চ্যালেঞ্জে সকলেই নাচছে...
লোকে ডাক্তারদের এই আন্দাজের অসম্ভব প্রশংসা করছে৷ এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘‘আগর কিসি পেশেন্ট কে সামনে অ্যায়সা ডান্স কর দে, তো ক্যান্সারকা মরিজ ভি ঠিক হো জায়েগা৷’’- অর্থাৎ এরকম নাচ যদি রোগীদের সামনে করা হয় তাহলে ক্যান্সারের রোগীও সেরে যাবে৷’’ আরেক নেটিজেন আবার লিখেছেন, ‘‘বাইরে লোক ইঞ্জেকশন লাগানোর জন্য ওয়েট করেছে৷’’ এই জুগনু চ্যালেঞ্জ ইনস্টাগ্রামে (Instagram Challenge) কিছু মাস আগে শুরু হয়েছে৷ এতে আকাঙ্খা শর্মা ও বাদশাহকের হুক স্টেপস ফলো করছে এই ডাক্তারির ছাত্রীরা (Medical Students)৷