আরও পড়ুন- পার্লারে মাসাজ করিয়ে বিপজ্জনক রোগে আক্রান্ত স্বামী, জেনে ডিভোর্স দিলেন স্ত্রী!
রাস্তার মধ্যে একটি বাস ইউ-টার্ন নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময় পাশ কাটিয়ে সজোরে একটি বাইক বেরোতে গিয়ে যা ঘটল, তা অবিশ্বাস্য বললেও কম হবে ৷ গোটা ঘটনাটি রাস্তার ধারে থাকা সিসিটিভি-তে রেকর্ড হয়েছে ৷ সেখানেই দেখা যায়, কীভাবে বাসটিকে পাশ কাটাতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বাইক চালক (Viral Video of Mangalore narrow bike accident escape) ৷
advertisement
আরও পড়ুন-প্রচুর মদ খাওয়ার পর নিলেন ভায়াগ্রা, যৌন মিলনের সময় এরপর ঘটল সাংঘাতিক কাণ্ড !
মোট দুটি ক্যামেরায় ধরা পড়েছে ওই ঘটনার দৃশ্য ৷ বাসের সঙ্গে ধাক্কা তো লাগেইনি ৷ এরপর অনেক গতিতে থাকা বাইকটি সামনের একটি ল্যাম্প পোস্টে লেগে আরেকটু হলেই উড়ে যেত ৷ কিন্তু সেখানেও অদ্ভূতভাবে বেঁচে গেলেন বাইক চালক ৷ যেন একেবারে ‘ব্যাটম্যান’ ! যেভাবে বাইকটিকে ওই অল্প সরু জায়গার মধ্যে চালিয়ে নিয়ে গেলেন, তা এককথায় অবিশ্বাস্য ৷ দেখুন সেই ভাইরাল ভিডিও ৷