সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে সেই অমলেট বানানোর ভিডিও। যাঁরা অমলেট খেতে ভালোবাসেন, তাঁদের অনেকেই একে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই চিন্তায় পড়েছেন এই খাবারের স্বাদ-বিভ্রাট নিয়ে। তেল ছাড়াই অমলেট বানিয়ে ফেলেছেন ওই বিক্রেতা। তবে অবাক করার বিষয়টি হল, সেই অমলেট তৈরির জন্য কোকা-কোলা ও ওরিও বিস্কুট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণির মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, কারণ জানলে মন ভালো হয়ে যাবে!
advertisement
আরও পড়ুন: বাবার সঙ্গে পুতুল বানিয়েই অসীম লড়াই করতে তৈরি অসীম, মন ভালো করা এক গল্প!
প্যানের মধ্যে কোকা-কোলা ঢেলে তাতে মেশানো হয়েছে একটি ছোট ওরিও বিস্কুটের প্যাকেট। তার উপর অমলেট বানানোর জন্য ডিম ফেটিয়ে ঢেলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে দেওয়া হয়েছে পাঁউরুটি। এবার সেটিকে আঁচে রেখে রান্না করা হয়েছে। এর উপর দিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছেন বিক্রেতা। দিয়েছেন কিছু ধনেপাতা ও ওরিও বিস্কুটের গুঁড়োও।
এমন অদ্ভুত অমলেট রেসিপি দেখে চমকে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন রেসিপি বাড়িতেও করে দেখবেন বলে জানিয়েছেন। কেউ কেউ আবার একে অতি জঘন্য বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে অমলেটের এমন অভাবনীয় রেসিপির ভিডিও আপাতত ভাইরাল।