TRENDING:

Viral Video: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

প্রিয় অমলেটকে নিয়ে এবার এক ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক বিক্রেতা। (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি অমলেট তৈরির একটি ভিডিও দেখে নেটপাড়ায় তুলকালাম শুরু হয়েছে। তার কারণ তেল ছাড়াই অমলেট বানিয়ে চমকে দিয়েছেন এক খাবার বিক্রেতা। আসলে, খাবার নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে আজকাল অনেকেই পছন্দ করেন। তেমনই প্রিয় অমলেটকে নিয়ে এবার এক ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক বিক্রেতা। (Viral Video)
Viral Video
Viral Video
advertisement

সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে সেই অমলেট বানানোর ভিডিও। যাঁরা অমলেট খেতে ভালোবাসেন, তাঁদের অনেকেই একে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই চিন্তায় পড়েছেন এই খাবারের স্বাদ-বিভ্রাট নিয়ে। তেল ছাড়াই অমলেট বানিয়ে ফেলেছেন ওই বিক্রেতা। তবে অবাক করার বিষয়টি হল, সেই অমলেট তৈরির জন্য কোকা-কোলা ও ওরিও বিস্কুট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণির মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, কারণ জানলে মন ভালো হয়ে যাবে!

advertisement

আরও পড়ুন: বাবার সঙ্গে পুতুল বানিয়েই অসীম লড়াই করতে তৈরি অসীম, মন ভালো করা এক গল্প!

advertisement

প্যানের মধ্যে কোকা-কোলা ঢেলে তাতে মেশানো হয়েছে একটি ছোট ওরিও বিস্কুটের প্যাকেট। তার উপর অমলেট বানানোর জন্য ডিম ফেটিয়ে ঢেলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে দেওয়া হয়েছে পাঁউরুটি। এবার সেটিকে আঁচে রেখে রান্না করা হয়েছে। এর উপর দিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছেন বিক্রেতা। দিয়েছেন কিছু ধনেপাতা ও ওরিও বিস্কুটের গুঁড়োও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এমন অদ্ভুত অমলেট রেসিপি দেখে চমকে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন রেসিপি বাড়িতেও করে দেখবেন বলে জানিয়েছেন। কেউ কেউ আবার একে অতি জঘন্য বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে অমলেটের এমন অভাবনীয় রেসিপির ভিডিও আপাতত ভাইরাল।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল