দেখা যায় একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে একটি বাইক। বাইকে ডেলিভারি বয়। যার কাছে রয়েছে একটি খাবারের বাক্স। ভিডিওয় দেখা গিয়েছে হঠাৎ গ্রাহকের অর্ডার করা খাবারের বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে দেন তিনি। বের করে আনেন ডেলিভারি দিতে যাওয়া খাবার। ভিডিওটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। চারিদিকে একবার সতর্ক ভাবে চোখ বুলিয়ে মুখে পুরে দিলেন খাবার।
advertisement
আরও পড়ুন: চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩, ইতিহাস গড়ার পথে এগোল ভারত
ওই সিগন্যালের কিছুটা দূরে দাঁড়িয়েছিল একটি গাড়ি। সেই গাড়ির যাত্রী পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন। তারপর তা প্রকাশ করে স্যোশাল মিডিয়ায়। গ্রাহকের অর্ডার করা খাবারের বাক্স থেকে খাবার বের করে খাচ্ছে ডেলিভারি বয় স্বয়ং। আর তা নিয়েই হইচই শুরু হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
আরও পড়ুন: কলেজের মধ্যে পাহাড়-জঙ্গল, বিশ্বের বৃহত্তম এই কলেজের নাম কী জানেন
তাই আবারও খাবার ডেলিভারি করার সময় ডেলিভারি বয় খাবার খেয়ে নিয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি দেখে আবার সরবরাহ ডেলিভারি বয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই দাবিও তুলেছেন।