নিজের ইনস্টাগ্রামে লতা মঙ্গেশকর হয়ে ওঠার মেক-আপ ভিডিও শেয়ার করেছেন দীক্ষিতা (Viral Video)। লতা মঙ্গেশকরের গাওয়া লগ যা গলে গানটি গেয়ে নাচ করতেও দেখা গিয়েছে শিল্পীকে। তার কিছুক্ষণের মধ্যেই শাড়ি ও মেক-আপে যেন হুবহু লতা মঙ্গেশকর হয়ে উঠেছেন তিনি। ক্যাপশনে লতাজিকে শ্রদ্ধাজ্ঞাপনের কথাই লিখেছেন দীক্ষিতা। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে, নজর কেড়েছে নেটিজেনের (Viral Video)। দেখে যেন ম্যাজিক মনে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: 'লতাজির মতো আর কেউ হবে না', গান গেয়ে শ্রদ্ধা নিবেদন মনমরা সলমান খানের! দেখুন
এই প্রথম অবশ্য নয়, এর আগে বলিউড অভিনেত্রী রেখার মতো সেজে ভিডিও শেয়ার করেছিলেন দীক্ষিতা। সেটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শনিবার প্রয়াত গায়িকাকে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করলেন বলিউড তারকা সলমান খান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সলমান। সেখানে দেখা গিয়েছে, নিজের বাড়িতে একেবারে ঘরোয়া মেজাজে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান গাইছেন সলমান।
গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা। শাহরুখ খান, আমির খান, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালন, রণবীর কাপুরকে দেখা গিয়েছিল সেখানে। তবে সলমানকে সেদিন দেখা যায়নি। লতা মঙ্গেশকরের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, অনুপম খের, মধুর ভান্ডারকরেরা।