TRENDING:

Viral Video: শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম

Last Updated:

Viral Video of Girl Perform Stunt in Saree: গোলাপি শাড়ি আর খোলা চুল। পুল-আপ বারে রীতিমতো ঝড় তুললেন ওই যুবতী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কে বলেছে, শাড়ি পরে খেলাধূলা কিংবা কসরত হয় না! যদিও অনেকেই মনে করেন, শাড়ি পরলে ছোটাছুটি করে কাজ করতে অসুবিধা হয়। কিন্তু বিষয়টা একেবারেই সত্যি নয়। এটা আরও একবার প্রমাণ করে দিলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শালু। গোলাপি শাড়ি আর খোলা চুল। পুল-আপ বারে রীতিমতো ঝড় তুললেন ওই যুবতী। শাড়ি পরে তাঁর এই কসরত দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটিজেনরাও।
শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম
শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম
advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, শালু আসলে একজন ফিটনেস মডেল। অবশ্য আরও একটা পরিচয়ও রয়েছে তাঁর। শালু একজন জিমন্যাস্টও বটে। আর সেই কাজে তাঁর দক্ষতা আলাদা করে বলে দিতে হয় না। কারণ তাঁর প্রমাণ মিলেছে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও-তে। তা খুবই জনপ্রিয় হয়েছে। কারণ শাড়ি পরে এই ধরনের স্টান্ট করলে তা আলুথালু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। গা থেকে শাড়ি সরে গিয়ে বিড়ম্বনার মধ্যেও পড়তে হয় অনেক সময়। তাই স্টান্টের জন্য শাড়িটাকে এড়িয়ে চলেন অনেকে। অথচ সেই শাড়ি পরে সুচারু ভাবে এই কাজ দক্ষতার সঙ্গে সম্পাদন করেছেন শালু।

advertisement

আরও পড়ুন- চাঁদে হাইড্রোজেন সন্ধান করার জন্য এত তৎপরতা কেন? জেনে নিন বিশদে

কিন্তু কী এমন দেখা যাচ্ছে ভিডিওটিতে? ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাপি লেহরিয়া শাড়ি, স্লিভলেস কালো ব্লাউজ এবং খোলা চুলে পুল-আপ বারে গিয়ে বসেছেন শালু। পুল-আপ বার হল লোহার রড। মূলত এই রড ধরে ঝুলেই কসরত করা হয়। অথচ শালু সেই রডের উপর বসে আচমকাই ঘুরতে শুরু করেন। তা-ও অত্যন্ত দ্রুত গতিতে। এর পর কিছুক্ষণ ওই পুল-আপ বার থেকে উল্টো হয়ে ঝুলতে দেখা যায় ওই যুবতীকে। এর পর পুল-আপ বার থেকে নেমে হাসতে হাসতে সামনের গদিতে বসে পড়েন তিনি। পুরো ব্যাপারটা এতটাই দক্ষতার সঙ্গে মসৃণ ভাবে শালু সম্পন্ন করেছেন যে, সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ভাইরাল ওই ভিডিওটির ভিউ ৯০ লক্ষ পার করেছে। সাত লক্ষেরও বেশি মানুষ এটি পছন্দও করেছেন। কমেন্ট বাক্সে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। এক নেটিজেনের মন্তব্য, “মেয়েদের তো এমনই হওয়া উচিত। কী চমৎকার! শালু দারুণ কাজ করেছেন।” আর এক নেটিজেন বলেন যে, “শাড়ি পরে এই কাজ করা অনন্য বিষয়।” আবার এক নেটাগরিকের মন্তব্য, “মেয়েটি এমন বিপজ্জনক স্টান্ট করেছে যে, দেখেই ভয় লাগছে!”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল