বিয়েতে গ্র্যান্ড এন্ট্রির ব্যবস্থা করা হয়েছিল বর-বউয়ের (Grand Entry of Bride-Groom) ৷ কিন্তু স্টেজের মধ্যে যে ঝুলন্ত দোলনার মতো জিনিসটি বানানো হয়েছিল, তা অল্প কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে মাটিতে ৷ তার মধ্যেই দাঁড়িয়ে ছিলেন পাত্র ও পাত্রী ৷ বেশ কিছু সুপারহিট হিন্দি গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে ৷ কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা ৷ ভাগ্য ভালো যে ঘটনায় বর-বউ দু’জনে চোট পেলেও তা বড়সড় নয় ৷ আর একটু হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারত নবদম্পতির ৷
advertisement
তবে এই ভাবে বিয়ের দিনে এমন ঘটনা সত্যি ভয়াবহ ! বিয়েতে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই যখন আনন্দ, নাচ-গান করছেন, তখনই ঘটে যায় এই দুর্ঘটনা (Couple fell down on stage) ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল ৷
আরও পড়ুন-মিলেছে ভ্যাকসিনের বুস্টার শট, খুশিতে মাতোয়ারা মডেল সি বিচে গিয়ে খুললেন জামা !
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ৷ একটি বিয়েতে তুমুল আয়োজন করা হয়েছিল ৷ যার মধ্যে ছিল বর-বউয়ের এই গ্র্যান্ড এন্ট্রি ৷ কিন্তু মাটি থেকে ওঠার অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়বস্তুটি ভেঙে পড়ে ৷ সেইসময়ে অনেকেই দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন ৷ সবার চোখের সামনেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা ৷ দড়ি ছিঁড়েই এই বিপত্তি বলে জানা গিয়েছে ৷ প্রায় ১২ ফুট উপরে ওঠার পর বর-বউকে নিয়ে ভেঙে পড়ে দোলনাটি ৷