ডক্টর গোবিন্দ নন্দকুমার নামে গ্যাস্ট্রোএন্ট্রোলজি সার্জেন রাস্তায় তীব্র যানযটে আটকে গিয়ে ৩ কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছেছেন। কারণ, খানিক সময় পরেই তাঁর এমারজেন্সি ল্যাপরোস্কপিক অস্ত্রোপচার করার কথা ছিল। গত ৩০ অগাস্টে মণিপাল হাসপাতালে গলব্লাডারের অস্ত্রোপচার করার কথা ছিল তাঁর।
আরও পড়ুন: 'বিরোধীরা যাই বলুক, বুনিয়াদি শিক্ষায় সেরা বাংলাই', মমতার মুখে সাফল্যের হিসেব
রাস্তায় প্রবল যানজটে আটকে গিয়েই সারজাপুর মারাথাল্লি রোডে প্রায় ৩ কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছন তিনি। ইনস্টাগ্রামে নিজেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন ডাক্তার। গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট দৌড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন বেঙ্গালুরুর ওই চিকিৎসক।
আরও পড়ুন: 'চোখে দেখে ভোট দেবেন', টোটকায় কাজ হচ্ছে কতটা? রিপোর্ট নেবেন তৃণমূল শীর্ষনেতা
ওই ডাক্তার জানিয়েছেন, 'আমাকে মণিপাল হাসপাতালে পৌঁছতেই হত। প্রবল বৃষ্টি ও জমা জলের জেরে কয়েক কিমি রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে ওঁরা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।' গোবিন্দ নন্দকুমারের এই কাণ্ড আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।