আরও পড়ুন-আহমেদাবাদে সংবর্ধনা বিশ্বচ্যাম্পিয়নদের, বোর্ডের থেকে ৪০ লক্ষ টাকা করে পাচ্ছেন রবিরা
ভিডিওতে (Viral Video) দেখা যায় বাচ্চা মেয়েটি হাউমাউ করে কাঁদছে ৷ আর তার মুখে শুধু একটাই কথা ৷ ‘‘ বাবা তো সারাদিন শুধু কাজ করে ৷ সারা দিন না খেয়ে খালিপেটে থাকে ৷ বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে... ৷ ’’
advertisement
শিশুর কান্না থামানোর জন্য তার মা তাকে বারবার বুঝিয়েছে, যে বাবা খেয়েই কাজ করছে ৷ সন্ধ্যাবেলাতেও খায় ৷ বাবা খালিপেটে থাকে না ৷ তোমার এত চিন্তা করার দরকার নেই... ৷ তবে কে কার কথা শোনে ৷ শিশুটি এক নাগাড়ে কেঁদেই চলেছে তার বাবার জন্য ৷ মুখে শুধু একটাই কথা, বাবা দিনের পর দিন না খেয়ে শুধু কাজ করে চলেছে ৷
উল্টে মাকেই শিশুটি বলে, ‘‘মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না?’ এ কথা বলতে বলতে শিশুটি কেঁদে ফেলে। বার বার বলতে থাকে, ‘বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।’’
আরও পড়ুন-Viral News: সন্তান প্রসবের পরেই অফিসে ছুটতে হল মহিলাকে, কারণ জানলে অবাক হবেন!
ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের ট্যুইটার হ্যান্ডলে সেটি শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা টন্ডনও ৷