সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামান্থা রামসডেল নামের যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ডের এক মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সামান্থার কাণ্ড কারখানা। যেখানে একটা রসগোল্লা মুখে ঢোকাতে অনেকে হিমশিম খান। এই মহিলা আস্ত বার্গার মুখে ঢুকিয়ে ফেলছেন। শুনে বিশ্বাস করার কথা নয়। বার্গারের যা সাইজ তাতে একটা বাইটও অনেক সময় বেশি হয়ে যায়। সেখানে আস্ত বার্গার মুখে নিচ্ছেন! কী করে!
advertisement
আরও পড়ুন: ‘বাবার দোকান উড়ে যেতে দেব না’! ঝড়ের সঙ্গে লড়াই তিন বছরের খুদের! ভাইরাল ভিডিও মন ভরাবে
যদিও এই মহিলার ভিডিও দেখলে আর কোনও সন্দেহই থাকে না। দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানে নানা রকম খাবার খাচ্ছেন মহিলা। আর ভিডিও করছেন। বিরাট হাতে ঢুকে পড়ছে একের পর এক বার্গার, বিশালাকার মোমো। নানা খাবার। যা দেখে সত্যিই হা হওয়ার জো নেটিজেনদের! এই মহিলা প্রায় ২.৫ ইঞ্চি পর্যন্ত তাঁর মুখ খুলতে পারেন। তাঁর নাম ওয়ার্ল্ড গিনেস বুকেও রেকর্ড করা হয়েছে। বহু মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। অবাক হবেন আপনিও!
