আরও পড়ুন: প্রেম তো ধ্বংসও করে! পরকীয়া-যৌনতা-অপরাধবোধ... দীপিকার সম্পর্কের Gehraiyaan-র ঝলক প্রকাশ্যে
পোষ্য কুকুরের সাহসকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা ও সাবাশির বন্যা। মুহূর্তে ১ লক্ষের বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটি। স্বাভাবিক ভাবেই মন ভালো করা এই ভিডিও জিতে নিয়েছে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, নদীর জলের স্রোতে ভেসে যাচ্ছে একটি হরিণ শাবক। পার থেকে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সেই হরিণ শাবককে মুখে করে পারে নিয়ে আসে কুকুরটি।
আরও পড়ুন: রেমো ডি'সুজার শ্যালকের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার জেসন ওয়াটকিনসের দেহ!
যত তাড়াতাড়ি সম্ভব সাঁতার কেটে হরিণ শাবককে সুরক্ষিত জায়গায় নিয়ে আসে কুকুরটি। হরিণ শাবকটি তখনও অসহায় ভাবে কাঁদছিল। হরিণশাবককে পারে নিয়ে আসার পর কুকুরটি মালিক সেটিকে হাত দিয়ে ধরে গাড়িতে তুলে দেয়। পোষ্যকে বলেন, 'ভালো ছেলে'। তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে বা কুকুরটির নাম কী, তা জানা যায়নি। আপনার কেমন লাগল এই ভিডিও?