সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোট্ট শিশু নিজের হাতে থাকা রুটি, শুধু নিজে না খেয়ে সামনে থাকা একটি বিড়ালকেও খাওয়াচ্ছে ৷ এই সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়েছে ৷ লাইক, কমেন্টের বন্যায় ছেয়ে গিয়েছে ট্যুইটার-ইন্সটাগ্রাম হ্যান্ডল ৷
advertisement
আরও পড়ুন- এ কী দৃশ্য ! মাছ চিবিয়ে খাচ্ছে ছাগল ! ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল
নিজের হাতে থাকা রুটিটা একবার খাওয়ার পরেই শিশুটির নজর যায় সামনে বসে থাকা একটি বিড়ালের দিকে ৷ তখন সে আর শুধু নিজে খেয়ে থাকতে পারেনি ৷ বিড়ালটিকে একেবারে ডেকে ডেকে সেটির মুখে খাবার তুলে দিয়েছে ৷ মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিও থেকেই প্রত্যেকের অনেক কিছু শেখার রয়েছে ৷ নেটিজেনরা ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ অনেকেই বলেছেন, এই দৃশ্য অসাধারণ ৷ আমাদের সবাইকে এই শিশুর থেকেই শেখা উচিৎ ৷ এই শিশুটিকে যত্নে রেখো ঈশ্বর ৷ খুব ভালো হোক ওর জীবনে...৷ Buitengebieden নামের একটি ট্যুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয় ৷ ভিডিওটি এতোই কিউট যে, এটিকে ‘স্কিপ’ করা অসম্ভব ৷