প্রচণ্ড ঢেউতে নৌকা উথালপাথাল ৷ সেইসময় চোখের সামনে এত বড় একটা পাইথন দেখে সবাই ভয়ে চমকে উঠেছিলেন ৷ সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷
আরও পড়ুন- সকলের চোখের সামনেই যাত্রীদের নিয়ে জলে ডুবল বাস ! মৃত ১, দেখুন ভাইরাল ভিডিও
advertisement
এত বড় একটা সাপ জলের মধ্যে ভাসতে দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকেন ৷ কারণ সবারই ভয় হচ্ছিল, পাইথনটি হয়তো তাদের নৌকার উপরে উঠে আসবে ৷ কারণ জলের ঢেউ এতটাই প্রবল ছিল, যে সাপটি ছিটকে নৌকার উপরে উঠে আসাটা অস্বাভাবিক কিছু ছিল না ৷
আরও পড়ুন- টুকটুকে লাল শাড়িতে কোমর দুলিয়ে কাঁপিয়ে নাচ! নেটপাড়া মাতিয়ে ভাইরাল পান্তাভাতের কুণ্ডু
ভিডিওটি দেখলেই যথেষ্ট ভয় লাগবে ৷ সেখানে যারা সামনে থেকে পাইথনটিকে ভাসতে দেখছিলেন, তাদের অবস্থা যে ঠিক কী হয়েছিল, তা আন্দাজ করাটা খুব একটা কঠিন কাজ নয় ৷ তবে এই ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো বলেও অনেকে দাবি করেছেন ৷ জায়গাটি শিবপুরি এলাকার কাছে বলেই অনুমান করা হচ্ছে ৷
মাত্র ১১ সেকেন্ডের ভিডিও ৷ কিন্তু সেটা সবাইকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ৷ যদিও সাপটি কারোর কোনও ক্ষতি করেনি ৷ স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে ৷ গঙ্গার জলে পাইথন বা আরও অন্যান্য বিষধর সাপ প্রচুর ভাসতে দেখা যায় ৷ বর্ষার সময় এই বিষয়টা বেশি ঘটে বলেই জানিয়েছেন তারা ৷