কিন্তু রাজধানীর অবস্থা আলাদা। দিল্লির তীব্র তাপ কেবল মানুষকেই বিরক্ত করছে না। আসলে, দিল্লির রোদ প্রাণীদের উপরও বিপর্যয় ডেকে আনছে। এই কারণেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে অনেক প্রাণীর গরমে কষ্ট পাওয়ার ভিডিও সামনে এসেছে।
আরও পড়ুনঃ গরমের ছুটি স্কুলে স্কুলে! মে মাসে আরও ছুটি? পরপর ৪দিন বন্ধ সরকারি অফিসও! কবে কবে ছুটি? দেখুন তালিকা
advertisement
আজকাল দিল্লি চিড়িয়াখানায় বেড়াতে আসা পর্যটকদের হাত থেকে বাঁদরের দল ঠান্ডা পানীয়, জলের বোতল এমনকি আইসক্রিমও ছিনিয়ে নিচ্ছে। লোকাল 18-এর দল কয়েকদিন আগে এই রকম একটি দৃশ্য ক্যামেরায় বন্দী করেছিল। এই ভিডিওটি দিল্লির চিড়িয়াখানার। যেখানে এক বাঁদর পর্যটকের হাত থেকে ভ্যানিলা আইসক্রিম ছিনিয়ে নেয়। এরপর, তাকে বসে খুব আগ্রহের সঙ্গে তা খেতে শুরু করতে দেখা যায়।
শুধু তাই নয়, বাঁদরটি ধীরে ধীরে পুরো আইসক্রিমটি খেয়ে ফেলে। এর পর বাঁদরটি অন্যান্য পর্যটকদের লক্ষ্য করে। বিশেষ বিষয় হল, বাঁদরের দল পর্যটকদের কাছ থেকে শুধু জলের বোতল, কোল্ড ড্রিংকস এবং আইসক্রিমই ছিনিয়ে নিচ্ছে। কোনও পর্যটকের কোনও ক্ষতি কিন্তু তারা করছে না।
আরও পড়ুনঃ ছোট্ট বীজের বড় ধামাকা! ঝপাঝপ কমিয়ে দেবে কোলেস্টেরল…! মোমের মতো গলবে মেদ! কাল থেকেই খান
প্রখর গরমের সঙ্গে যুঝতে বাঁদরের দল ঠান্ডা পানীয় দিয়ে তৃষ্ণা মেটাচ্ছে। এক পার্কে এরকমই একটি দৃশ্য দেখা গেল। যেখানে গরমে অস্থির একটি বাঁদরকে তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানীয় পান করতে দেখা যায়। সে শুধু বোতলের পুরো কোল্ড ড্রিঙ্কস পান করেই ক্ষান্ত থাকেনি, মাটিতে পড়ে থাকা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে চেটেপুটে। আজকাল দিল্লির বিভিন্ন পার্কে এই একই রকম দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে বাঁদরের এমন কাণ্ড দেখা যাচ্ছে।
পশুদের জলে স্নান করতেও দেখা গিয়েছে খুব স্বাভাবিক ভাবেই। দিল্লি চিড়িয়াখানায় গরমে অস্থির বিভিন্ন পশুকে জলে স্নান করতে দেখা গিয়েছে। দিল্লি চিড়িয়াখানায় সমস্ত প্রাণীকে তাপ থেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। সেই কারণেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পশুর খাঁচায় ঝর্নাধারা চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের চারপাশে জল ছিটানো হচ্ছে, যাতে প্রাণীরা একেবারেই তাপ অনুভব না করে।