বিহারের বন্যার খবর পড়তে গিয়ে হঠাৎ করেই হেসে ফেলেন এই সঞ্চালিকা। এবং তিনি কিছুতেই হাসি থামাতে পারেন না। হাসতে হাসতেই বলেন আমাকে ক্ষমা করবেন। বলেই আবার খবরটি বলতে থাকেন। কিন্তু তার মধ্যেও মাঝে মাঝেই হেসে উঠছেন তিনি। জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঞ্চালিকা বন্যার মতো খবর পড়তে গিয়ে কী করে হাসছেন? এই ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়ে যায়!
advertisement
সঞ্জয় ত্রিপাঠী নামের এক ট্যুইটার ব্যবহারকারী প্রথম এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন। তার পরেই রীতিমতো ঝড় ওঠে এই ভিডিও নিয়ে। বহু মানুষ এই ভিডিও দেখেছেন, শেয়ার করেছেন।
আরও পড়ুন: তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে কত কোটি টাকার মদ বিক্রি হল জানেন? অবাক
আরও পড়ুন:
এদিকে গত বৃহস্পতিবার সকালে বিহারের এই বাগমতী নদীতেই ভয়ঙ্কর নৌকাডুবির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সেই নৌকায় বহু শিশু ছিল, যাদের মধ্যে এখনও অনেক জনকেই খুঁজে পাওয়া যায়নি। এমন একটা খবর পড়তে গিয়ে সঞ্চালিকার হেসে ফেলাকে জঘন্যতম কাজ বলছেন নেটিজেনরা। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল। বহু কটুক্তি-ভরা কমেন্টসে ভরে যাচ্ছে নেট পাড়া!