পৃথিবীর নানা প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগে এক মুহূর্তে ও প্রান্তের খবর থেকে খাবার সবকিছুর খবরই এক নিমেষে পেয়ে যায়৷ আর সুস্বাদু রান্নার জেরে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জায়গা করে নিচ্ছে নানা ফুড ব্লগার৷
আরও পড়ুন - Cooking Tips: ভাত ফোটানো সময় ‘এই’ পাতা দিন, যে কোনও চালেই পাবেন বাসমতীর স্বাদ!
advertisement
সেরকমই একটা ফুড ব্লগ প্রোফাইল থেকে এমন এক রান্না তুলে ধরে হয়েছে যা দেখে রীতিমতো লোভে জিভ দিয়ে জল পড়ছে খাদ্যরসিকদের৷ ব্লগাররা এই ভিডিওটিকে পাটনার বিখ্যাত রান্না বলেছেন৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
এই ভিডিওতে একেবারে রাঁধুনি রেঁধে দেখাচ্ছেন ঠিক কী ভাবে একে একে দশটা ডিম ব্যবহার করে মোগলাই পরোটা বানাচ্ছেন৷ এদিকে এত্ত বড় মোগলাই পরোটা মাত্র ২৫০ টাকায় পাওয়া যায় সেই দোকানে৷
দোকানদারও বলেই দিচ্ছেন একা তো কেউ এই পরোটা খেতে পারে না তাই সকলে মিলে এলেই এই মোগলাই পরোটা জমিয়ে খাওয়া যাবে৷