TRENDING:

Delhi Metro: মেট্রোর সিটে বসে ঢুলছিল যুবক, অচেনা তরুণী এ কী করলেন!...ফের ভাইরাল দিল্লি মেট্রোর ভিডিও

Last Updated:

এই তো ক’দিন আগে এক প্রেমিকের তাঁর প্রেমিকাকে পিছন থেকে জড়িয়ে ধরার ঘনিষ্ঠ একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ যা নিয়ে বিতর্কও হয়েছে তুমুল৷ তার মধ্যেই এবার ভাইরাল হল দিল্লি মেট্রোর একটি ভিডিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লি মেট্রো দিয়ে মনে হয় শুরু৷ য়ুগলদের ঘনিষ্ঠ হওয়া থেকে শুরু করে কাগজের পোশাকে মেট্রোয় উঠে পড়া৷ ভাইরাল হয়েছে সব ভিডিওই৷ তারপরে মনে হয় খানিকটা প্রতিযোগিতায় নেমেই একের পর এক উদ্ভভ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যাদের সবটাই মেট্রো রেল কেন্দ্রিক৷ তাদের কোনও দিল্লির, কোনওটা বেঙ্গালুরুর, আবার কলকাতার ঘটনাও রয়েছে তালিকায়৷ এই তো ক’দিন আগে এক প্রেমিকের তাঁর প্রেমিকাকে পিছন থেকে জড়িয়ে ধরার ঘনিষ্ঠ একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ যা নিয়ে বিতর্কও হয়েছে তুমুল৷ তার মধ্যেই এবার ভাইরাল হল দিল্লি মেট্রোর একটি ভিডিও৷
News18
News18
advertisement

ঘটনাটি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর ইউজার @veejuparmar গত ১২ এপ্রিল শেয়ার করেছিলেন৷ তারপর থেকে ভিডিওটি ২.৩ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে এক যুবক মেট্রোর সিটে বসে বারবার ঘুমে ঢুলে পড়ছেন আর বারবার সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলেন৷

যুবকটির ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন এক তরুণী৷ বারবার যুবকটি তাঁর দিকেই ঢুলে যাচ্ছিলেন৷ এমন ক্ষেত্রে আমরা সাধারণত বিরক্ত হয়ে থাকি ও সামনের জনকে সতর্ক করে বসার পরামর্শ দিয়ে থাকি৷ কিন্তু, এক্ষেত্রে তরুণী সম্পূর্ণ উল্টো কাজ করেছেন৷

advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে মেয়েটি প্রথমে ঘুমন্ত যুবকের মাথাকে সাপোর্ট দেন এবং পরে মাথায় হাল্কা করে হাতও বুলিয়ে দেন৷ শেষে যুবক জেগে ওঠেন এবং তরুণী কাজে রীতিমতো চমকে যান।

advertisement

এর আগে দিল্লি মেট্রোর কামরার মধ্যে ডিম ও মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যার জেরে গ্রেফতারি পর্যন্ত হয়৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন্তব্যে ভিডিও সম্পর্কে প্রতিক্রিয়ায় সমালোচনা থেকে প্রশংসা সবই দেখা গিয়েছে। অনেক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেছেন, এবং অন্যরা হাস্যকরভাবে এমন অভিজ্ঞতার ইচ্ছা প্রকাশ করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তবে এই ভিডিও সম্পর্কে মেট্রো রেল তাদের কোনও অবস্থান ব্যক্ত করেনি৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Delhi Metro: মেট্রোর সিটে বসে ঢুলছিল যুবক, অচেনা তরুণী এ কী করলেন!...ফের ভাইরাল দিল্লি মেট্রোর ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল