ঘটনাটি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর ইউজার @veejuparmar গত ১২ এপ্রিল শেয়ার করেছিলেন৷ তারপর থেকে ভিডিওটি ২.৩ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে এক যুবক মেট্রোর সিটে বসে বারবার ঘুমে ঢুলে পড়ছেন আর বারবার সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলেন৷
যুবকটির ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন এক তরুণী৷ বারবার যুবকটি তাঁর দিকেই ঢুলে যাচ্ছিলেন৷ এমন ক্ষেত্রে আমরা সাধারণত বিরক্ত হয়ে থাকি ও সামনের জনকে সতর্ক করে বসার পরামর্শ দিয়ে থাকি৷ কিন্তু, এক্ষেত্রে তরুণী সম্পূর্ণ উল্টো কাজ করেছেন৷
advertisement
ভিডিয়োয় দেখা গিয়েছে মেয়েটি প্রথমে ঘুমন্ত যুবকের মাথাকে সাপোর্ট দেন এবং পরে মাথায় হাল্কা করে হাতও বুলিয়ে দেন৷ শেষে যুবক জেগে ওঠেন এবং তরুণী কাজে রীতিমতো চমকে যান।
এর আগে দিল্লি মেট্রোর কামরার মধ্যে ডিম ও মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যার জেরে গ্রেফতারি পর্যন্ত হয়৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন্তব্যে ভিডিও সম্পর্কে প্রতিক্রিয়ায় সমালোচনা থেকে প্রশংসা সবই দেখা গিয়েছে। অনেক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেছেন, এবং অন্যরা হাস্যকরভাবে এমন অভিজ্ঞতার ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে এই ভিডিও সম্পর্কে মেট্রো রেল তাদের কোনও অবস্থান ব্যক্ত করেনি৷