ঘটনাটি ঘটেছে থানের মীরা রোডের কাছে। ক্রিকেট খেলার মাঠে খেলতে খেলতেই প্রাণ হারান ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও।
আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন
সেখানে দেখা গিয়েছে, পিঙ্ক জার্সি পরা ওই যুবক বোলারের মাথার উপর দিয়ে দারুণ ভাবে একটি ছয় মারেন। পরের বলটি খেলার জন্য ক্রিজে দাঁড়াতেই আচমকা ক্রিজের উপরেই শুয়ে পড়েন তিনি।
advertisement
আরও পড়ুন: ৮০-তেও চুল কুচকুচে কালো থাকবে, এই সব খাবার খেলেই চুলে পাক ধরবে না! বুড়োটে ভাব কাটাতে জানুন
বাকি খেলোয়াড়রা দ্রুত এগিয়ে আসে তাঁকে ধরতে। যুবককে জাগানোর চেষ্টা করেন সকলে। কিন্তু মাঠে কোনও জ্ঞানই ফেরেনি ওই যুবকের। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ক্রিকেটারের। তবে তাঁর বয়স ও পরিচয় এখনও জানায়নি পুলিশ।