TRENDING:

Viral video || হনুমানের পড়ার শখ, নিয়ম করে রোজ যায় স্কুল, ঝাড়খণ্ডের ঘটনা ভাইরাল

Last Updated:

Viral video : একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ' তিনি NEET ক্র্যাক করেছেন এবং এবার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের পরে শীঘ্রই মেডিকেল কলেজে যোগদান করবেন'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়খণ্ড: সম্প্রতি ঝাড়খণ্ডের একটি ভাইরাল ভিডিও সবার টাইমলাইনে। একটি সরকারি স্কুলের ছাত্রদের সঙ্গে একটি বন্য হনুমান ক্লাসে যোগ দিয়েছে। এই অদ্ভুত ঘটনায় চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের একটি সরকারি স্কুলে। ক্লিপটি দীপক মাহাতো নামে এক ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। মূহুর্তে হাজার হাজার লাইক তাতে।
advertisement

ক্যাপশনে মিঃ মাহাতো লিখেছেন, "ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি বন্য হনুমান অন্যান্য ছাত্রদের সঙ্গে একটি সরকারি স্কুলে পড়াশোনা করে"।

advertisement

আরও পড়ুন: টাকা নিয়েও শো করলেন না স্বপ্না চৌধুরী, আদালতে আত্মসমর্পণ করলেন শিল্পী

শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। আর পিছনের সারিতে হনুমানটি লম্ফ ঝম্প করে বেড়াচ্ছে। এর আগেও এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভিডিও ভাইরাল হওয়ার পর, ক্লাসের সামনের সারিতে বসে থাকা একটি হনুমানের ছবিও ইন্টারনেটে উঠে এসেছে। ক্যাপশনে লেখা ছিল, "স্কুলে নতুন ছাত্র"।

advertisement

এই মজার দৃশ্যের জন্য, একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ' তিনি NEET ক্র্যাক করেছেন এবং এবার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের পরে শীঘ্রই মেডিকেল কলেজে যোগদান করবেন'। আরেকজন টুইট করেছেন, 'এত ভালো আচরণ'।

advertisement

আরও পড়ুন: শিব ও শক্তির মেল বন্ধন! অভিনব ফটোশ্যুটে দেবাশিস, অরুণিমা, তন্নিষ্ঠারা

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সূত্র অনুসারে জানা গিয়েছে, হনুমান নিয়মিত স্কুলে যায়, তবে সে এখনও কাউকে আঘাত বা ক্ষতি করেনি। এছাড়াও জানা গেছে যে বন দফতরের আধিকারিকরা হনুমানটিকে স্কুল থেকে দূরে ধাওয়া করলেও তাকে ধরা যায়নি। ভিডিওটি বেশ ভিউ পেয়েছে ইতিমধ্যেই।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral video || হনুমানের পড়ার শখ, নিয়ম করে রোজ যায় স্কুল, ঝাড়খণ্ডের ঘটনা ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল