TRENDING:

Viral Video: লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী সহ রাজ্য সরকারের সব প্রকল্প হবু বউমাকে পাঠালেন শাশুড়ি ! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বিয়ের তত্ত্ব দেখে মাথা খারাপ হবে যাবে। কী করে রাজ্য সরকারের সব প্রকল্প ছেলের বিয়ের তত্ত্বে পাঠালেন মা? ভাইরাল ভিডিও ....

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া:  বিয়ের মশুম মানেই নতুন কিছু। আজকাল বিয়ে মানেই অন্য পথে হাঁটা যেন একটা চল হয়ে গিয়েছেন (Viral Video)। এই যেমন কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিলে, সেখানে দেখা গিয়েছিল ভাত কাপড়ের অনুষ্ঠানে বদল এনেছিলেন শাশুড়ি। তিনি শুধু ছেলেকে দিয়ে বউমার হাতে ভাত কাপড় তুলে দেননি। বরং বউমাকে দিয়েও ছেলেকে ভাত কাপড় দেওয়ানোর ব্যবস্থা করেছিলেন। যা সত্যিই প্রশংসার যোগ্য ছিল। তবে শুধু এই ধরণের না , নানা মজার ঘটনাও ঘটে বিয়েতে। এবার বিয়ের তত্বে অভিনব ব্যাপার ঘটালেন আর এক শাশুড়ি মা।
advertisement

আমাদের রাজ্য সরকার মানুষের সুবিধার(Viral Video) জন্য নানা প্রকল্প চালু করেছেন। যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, সবুজশ্রী, রূপশ্রী আরও কত কী! এই সব প্রকল্পে সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে। তবে এই প্রকল্প দেখে শাশুড়ি মায়ের মাথায় এল অভিনব বুদ্ধি। তিনি সব প্রকল্প এক সঙ্গে পাঠিয়ে দিলেন হবু পুত্রবধূকে।

advertisement

ভাইরাল ভিডিওটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে: বিয়ের তত্ত্বে জায়গা পেল রাজ্যের বিভিন্ন প্রকল্প

ভাবছেন তো এ কী করে সম্ভব(Viral Video) ! দারুণ বুদ্ধি এটেছেন নদীয়ার এক শাশুড়ি মা। ছেলের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই নতুন কিছু করতে চাইছিলেন তিনি। তেমনটাই করলেন। তিনি বিয়ের তত্ত্ব সাজালেন নিজের হাতে। সেই উপহারের মধ্যে ছিল মিষ্টি , শাড়ি, সাজ গোজের সামগ্রী থেকে শুরু করে যা যা দেওয়া হয়। সব কিছুই দিলেন। আর সেই তত্ত্বের নামকরণ করলেন রাজ্য সরকারের প্রকল্পের নামে। লক্ষ্মীর ভান্ডার লেখা উপহারে সাজিয়ে দিলেন ৫০০ টাকার নোট। এই ভিডিও সামনে আসতেই সকলে বুদ্ধির প্রশংসা করেন।

advertisement

আরও পড়ুন: উপনয়নে কী শুধুই ছেলেদের অধিকার? সমাজের উল্টো স্রোতে হেঁটে দুই মেয়ের পৈতে দিলেন পুরোহিত বাবা !

নতুন বউমাকে আর দৌড়োতে(Viral Video) হবে না সরকারের দরজায়। তাঁর শাশুড়ি নিজেই সব কিছু দিয়ে দিলেন বউমাকে। সত্যিই বিয়ের ভাবনা বদলাচ্ছে। না হলে ছেলে মারা যাওয়ার পর নিজের মেয়ের মতো করেই বউমার ফের বিয়ে দিতে পারতেন না শ্বশুর মশাই। গোটা দুনিয়াতেই আসছে বদল। ভাবনা এগোচ্ছে তরতর করে !

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী সহ রাজ্য সরকারের সব প্রকল্প হবু বউমাকে পাঠালেন শাশুড়ি ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল