আরও পড়ুন-Viral News: ডাকাতের প্রেমে পড়লেন এক সুন্দরী, জেল থেকে বের হতেই বাগদান!
জানা গিয়েছে, কর্ণাটক রাজ্যের বাসিন্দা কেম্পেগৌড়া (Kempegowda)। পেশায় তিনি একজন সুপারি চাষি। তাঁর সাধ হয়েছিল চারচাকা গাড়ি ক্রয় করার। সেই মতো ওই কৃষক গাড়ি ক্রয় করতে গিয়েছিলেন কর্ণাটকের টুমকুরের মাহিন্দ্রার শোরুমে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু এক মুহূর্তে বদলে গেল ছবিটা।
advertisement
সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই কৃষক শোরুমে ঢুকে গাড়ি ক্রয়ের কথা বলা মাত্রই শোরুমের একজন সেলসম্যান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। পাশাপাশি ওই কৃষককে কটূক্তিও করেন সেলসম্যান। ঘটনায় প্রথমে বেশ কিছুটা হকচকিয়ে যান ওই কৃষক। এমনকী, ১০ লক্ষ টাকা দামের একটি গাড়িও পছন্দ করেন তিনি (Viral Video of Karnataka farmer getting Rs 10 lakh to buy car)।
জানা গিয়েছে, শোরুমের সেলসম্যান ক্রেতাকে জানান ১০ লক্ষ টাকা দিয়ে ওই কৃষক গাড়িটি ক্রয় করতে পারবেন না। কারণ অত বড় অঙ্কের টাকা ওই কৃষকের কাছে নেই বলেই অনুমান করেন শোরুমের সেলসম্যান।
এর পর ওই সেলসম্যানের আচরণে বিরক্ত হন কৃষক। তিনি শোরুমের সেলসম্যানকে জানান ১০ লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তাঁর। এবং উপযুক্ত দাম দিয়েই তিনি পছন্দসই গাড়িটি ক্রয় করতে চান। এমনকী মাত্র আধ ঘণ্টার ব্যবধানে ওই কৃষক ১০ লক্ষ টাকা জোগাড়ও করেন।
ওই সেলসম্যানের কথায় অপমানিত হয়ে কৃষক নগদ ১০ লক্ষ টাকা দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য মনস্থির করলে সেলসম্যান ওই কৃষককে জানান তিনি এখনই ওই কৃষককে গাড়িটি দিতে পারবেন না। কারণ গাড়ি ক্রয়ের পদ্ধতিটি দীর্ঘমেয়াদী বলে ওই কৃষককে জানান সেলসম্যান।
অপেশাদার এই আচরণে অপমানিত বোধ করে কৃষক সেলসম্যানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। শেষ পর্যন্ত গাড়ি না কিনেই শোরুম থেকে ফিরে আসেন ওই কৃষক। এমনকী ওই শোরুমের অভিযুক্ত সেলসম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন তিনি। পরে অবশ্য গোটা ঘটনার জন্য ওই কৃষকের কাছে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত সেলসম্যান। জানা গিয়েছে, ওই কৃষকের গাড়ি ক্রয়ের মুহূর্তের গোটা ভিডিওটি ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা ইতিমধ্যেই ভাইরালও হয়েছে।
