বাচ্চাটির বয়স খুব বেশি হলে চার বছর। আদো আদো গলায় কথা বলে সে। বাড়িতে স্কুলের হোম-ওয়ার্ক করাতে বসেছেন মা। কিন্তু বসেই কেঁদে খুন সে। কিছুতেই করবে না হোম-ওয়ার্ক! মা-ও নাছোড়বান্দা! পড়তে হবেই খুদেকে। এর মধ্যেই খুদে যা বলতে শুরু করল তা অবাক করবে। ওই চার বছরের খুদে বলে ওঠে, "আমি এই পৃথিবীতে কেন এসেছি? আমি ছেড়ে চলে যাব এই দুনিয়া!" এর পর মা বলেন কেন? তাতে খুদের উত্তর, " আমার পৃথিবী ভাল লাগে না। এখানে সব কিছু খারাপ।"
advertisement
এই ভিডিও ট্যুইটারে শেয়ার হয়। ভিডিও দেখতে হুড়োহুড়ি পড়ে যায়! নেটিজেনরা ওই খুদের কথা শুনে হেসে খুন। অনেকে কমেন্ট করেছেন এই ভিডিওতে। একজন লিখেছেন, 'এই বাচ্চার মধ্যে নিজেদের ছোটবেলা দেখতে পাচ্ছি।' একজন লেখেন,"এই বয়সেই একেবারে বুদ্ধিমানের মতো কথা বলছে।" কেউ লেখেন, "যতই এসব বলো, হোম-ওয়ার্ক তোমায় করতেই হবে।" একজন লেখেন, "এসে যখন পড়েছো আর পালাবার পথ নেই। তাই পড়াশুনো করো মন দিয়ে।" এর মধ্যেই একজন লিখেছেন, "অতিরিক্ত পড়ার চাপ এই বয়স থেকেই। নেগেটিভ ভাবনা কাজ করছে বাচ্চাদের মধ্যে।" তবে এই ভিডিও ইতিমধ্যে হাজার হাজার লাইক পেয়ে ভাইরাল।