আরও পড়ুন : বিয়ে নয়, শুধু বিবাহিত পুরুষদের সঙ্গে 'পরকীয়াতেই' মন এই মহিলার... কারণ শুনলে চমকে যাবেন!
শুধু তাই নয়, অন্যরকম এমন সব ভিডিও দেখে আবেগাপ্লুতও হয়ে পড়েন অনেকে। সম্প্রতি এইরকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটমাধ্যমে। যা দেখে চমকে গিয়েছেন সবাই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি বিষধর কেউটের (Fight between Hen and Cobra) সঙ্গে একটি মুরগির হাড়হিম করা ভয়ঙ্কর লড়াই দেখা যায় যা দেখে স্তব্ধ হয়ে যান নেটিজেনরাও।
advertisement
সাপকে ভয় পান না এমন মানুষের সংখ্যা খুবই কম। তার ওপর যদি হয় কিং কোবরার মত বিষধর সাপ, তাহলে তা দেখলে আঁতকে ওঠেন সকলেই। ভাইরাল হওয়া এই ভিডিওতে থাকা মুরগিটিও বুঝতে পেরেছে কেউটে সাপটি তার ডিমগুলির জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই সেগুলি বাঁচাতে রীতিমতো রুখে দাঁড়ায় সে। শুরু হয়ে কোবরা বনাম মুরগির লড়াই। যেখানে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ।
আরও পড়ুন : তর সইল না আর! বিয়ের আগেই বর এ কী করে বসলেন কনের সঙ্গে? তুমুল Viral ভিডিও
ভাইরাল (Viral Video) ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি বিষধর কেউটে সাপ ওই মুরগির অস্তানাটির দিকে এগিয়ে এসে ক্রমাগত তার ফণার মাধ্যমে আক্রমণ করতে থাকে। যদিও, সেই আক্রমণের পাল্টা উত্তর দিতে থাকে মুরগিটিও। তার ধারালো চঞ্চু দিয়ে সে ক্রমাগত আঘাত করতে থাকে সাপটিকে (Fight between Hen and Cobra)। একনাগাড়ে চলা এই আক্রমণ-পাল্টা আক্রমণের পরে একসময় হাল ছেড়ে দেয় সাপটি। পরে সেই জায়গা ছেড়ে চলেও যেতে দেখা যায় কেউটে সাপটিকে (King Cobra Video)।
নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওটি hayatvahsh2019 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটির কমেন্টে ঝড়ের গতিতে প্রতিক্রিয়াও দিতে দেখা যায় নেটিজেনদের। একজন ভিডিওটি দেখে লিখেছেন, “আমরা কখনও কল্পনাও করিনি, একটি সাপ এবং মুরগির মধ্যে এরকম লড়াই (King Cobra Video) হতে পারে!”
অসম এই লড়াইয়ে মুরগিটি যেভাবে বিষধর সাপের (King Cobra Video) হাত থেকে ডিমগুলিকে বাঁচাতে লড়াই করেছে তা দেখে আবেগাপ্লুতও হয়ে পড়েছেন অনেকে। তাঁদের মন্তব্যে পাওয়া গিয়েছে সেই আভাস।