সিনেমা এমনই একটা মাধ্যম যার থেকে সাধারণ মানুষ ভীষণভাবে প্রভাবিত হন। সব সময়েই হিরোদের চলাফেরা, ডায়লগ বা স্টাইল সেটমেন্ট হিরোইনদের সাজগোজ জীবনে ট্রেন্ড হয়ে ওঠে৷ আগে হয়ত সেটা কতটা মারাত্মক হত তা এতটা বোঝা যেত না৷ কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আসার পর এই ট্রেন্ড আরও প্রমাণ করে দিয়েছে কি রকম ভাইরাল ভিডিও হচ্ছ সেগুলি৷
advertisement
সম্প্রতি দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা’ মাতিয়ে দিয়েছে দেশের মানুষদের। এই সিনেমার প্রতিটি ডায়লগের পাশাপাশি গানগুলিও সুপারহিট দর্শকদের মধ্যে। এছাড়াও, ‘Srivalli’ গানে আল্লু অর্জুনের নাচ একেবারে আলাদা মন ভরিয়ে দিয়েছে আট থেকে আশি সকলেরই। একাধিক নেটমাধ্যমেও তুমুল জনপ্রিয় হয়েছে এই গান। এবার তাই হরিনাম সংকীর্তনও (Harinam Sankirtan) হল আল্লু অর্জুনের শ্রীবল্লি (Srivalli) নাচের স্টাইলে৷
আরও পড়ুন - Ind W vs NZ W: মহিলা বিশ্বকাপে নিউজিল্যান্ডের জোরাল ব্যাটিং, জিততে গেলে ভারতের টার্গেট ২৬১
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
শ্রীবল্লির তালে হরিনাম সংকীর্তনের (Harinam Sankirtan) এই ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি৷ ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন৷ নেটিজেনরাও এই নিয়ে দেদার কমেন্ট করছেন৷ কেউ কেউ এটা নিয়ে মজার কমেন্ট করলেও অনেকেই আবার রীতিমতো রেগে গেছেন৷ তাঁদের বক্তব্য হরিনাম সংকীর্তন একেবারে ধর্মীয় একটা আবেগ তাতে এভাবে ফিল্মি টাচ দেওয়া উচিত নয়৷ কৃষ্ণ নাম সকীর্তন নিয়ে রীতিমত ছেলেখেলা হচ্ছে বলেও কমেন্ট করেছেন অনেকে। যদিও, ভাইরাল হওয়া এই ভিডিওকে রোখা যাচ্ছে না, প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যাও।