TRENDING:

Viral News: পুষ্পা-র শ্রীবল্লি নাচের তালে হরিনাম সংকীর্তন, নেটিজেনরা বানিয়ে দিলেন সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

হরিনাম সংকীর্তনও (Harinam Sankirtan) হল আল্লু অর্জুনের শ্রীবল্লি (Srivalli) নাচের স্টাইলে৷ দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুষ্পা  (Pushpa) সিনেমা কি, তার কোন ডায়লগ ভাইরাল বা কোন কোন গান বাম্পারহিট এগুলো আর কারোর জানতে বাকি নেই৷ আট থেকে আশি, মহিলা থেকে পুরুষ সকলেই এই পুষ্পা (Pushpa) প্রেমে একেবারে মজে রয়েছেন৷ ‘শ্রীবল্লি’ (Srivalli), ‘বালম সামে’, ‘ম্যায় ঝুকেঙ্গা নেহি’- এই সবকিছুই এখন ট্রেন্ডিং৷ এই ট্রেন্ড অনুযায়ি এখন সকলেই এতে গা ভাসিয়েছেন৷ এই সবকিছু নিয়েই ভিডিও বানানো হচ্ছে, বানানো হচ্ছে শর্টস৷ আর সবই চোখের নিমেষে ভাইরাল হয়ে যাচ্ছে৷ তবে এবার সেই ভিডিও সামনে এসেছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না৷ ভাবতে পারেন কি, যে হরিনাম সংকীর্তন হচ্ছে তাতে খোল বাজছে , দু হাত তুলে নাচছেন না মানুষ, তারবদলে হরিনাম সংকীর্তনের (Harinam Sankirtan) সঙ্গে সঙ্গে শ্রীবল্লির স্টেপে নাচছেন ভক্তরা৷ স্বাভাবিকভাবেই শ্রীবল্লি (Srivalli) স্টাইলে এই হরিনাম সংকীর্তন ভাইরাল ভিডিও (Viral Video)৷ আর এই ভাইরাল ভিডিও ভাইরাল নিউজ (Viral News) হয়েই যায়৷
Harinam sankirtan with Puspa's srivalli style dance, Watch viral video- Photo Courtesy- Facebook/ Video Grab
Harinam sankirtan with Puspa's srivalli style dance, Watch viral video- Photo Courtesy- Facebook/ Video Grab
advertisement

সিনেমা এমনই একটা মাধ্যম যার থেকে সাধারণ মানুষ ভীষণভাবে প্রভাবিত হন। সব সময়েই হিরোদের  চলাফেরা, ডায়লগ বা স্টাইল সেটমেন্ট হিরোইনদের সাজগোজ জীবনে ট্রেন্ড হয়ে ওঠে৷ আগে হয়ত সেটা কতটা মারাত্মক হত তা এতটা বোঝা যেত না৷ কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আসার পর এই ট্রেন্ড আরও প্রমাণ করে দিয়েছে কি রকম ভাইরাল ভিডিও হচ্ছ সেগুলি৷

advertisement

সম্প্রতি দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা’ মাতিয়ে দিয়েছে দেশের মানুষদের। এই সিনেমার প্রতিটি ডায়লগের পাশাপাশি গানগুলিও সুপারহিট দর্শকদের মধ্যে। এছাড়াও, ‘Srivalli’ গানে আল্লু অর্জুনের নাচ একেবারে আলাদা  মন ভরিয়ে দিয়েছে আট থেকে আশি সকলেরই। একাধিক নেটমাধ্যমেও তুমুল জনপ্রিয় হয়েছে এই গান। এবার তাই হরিনাম সংকীর্তনও (Harinam Sankirtan) হল আল্লু অর্জুনের শ্রীবল্লি (Srivalli) নাচের স্টাইলে৷

advertisement

আরও পড়ুন - Ind W vs NZ W: মহিলা বিশ্বকাপে নিউজিল্যান্ডের জোরাল ব্যাটিং, জিততে গেলে ভারতের টার্গেট ২৬১

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রীবল্লির তালে হরিনাম সংকীর্তনের (Harinam Sankirtan) এই ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি৷ ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন৷ নেটিজেনরাও এই নিয়ে দেদার কমেন্ট করছেন৷ কেউ কেউ এটা নিয়ে মজার কমেন্ট করলেও অনেকেই আবার রীতিমতো রেগে গেছেন৷ তাঁদের বক্তব্য হরিনাম সংকীর্তন একেবারে ধর্মীয় একটা আবেগ তাতে এভাবে ফিল্মি টাচ দেওয়া উচিত নয়৷ কৃষ্ণ নাম সকীর্তন নিয়ে রীতিমত ছেলেখেলা হচ্ছে বলেও কমেন্ট করেছেন অনেকে। যদিও, ভাইরাল হওয়া এই ভিডিওকে রোখা যাচ্ছে না, প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যাও।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পুষ্পা-র শ্রীবল্লি নাচের তালে হরিনাম সংকীর্তন, নেটিজেনরা বানিয়ে দিলেন সুপার ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল