TRENDING:

Viral Video: যেন রূপকথার পাতা থেকে উঠে এল রাপুনজেল! ৯ ফুট উচ্চতার বিনুনি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই হেয়ার স্টাইলিস্ট

Last Updated:

এক হেয়ারস্টাইলিস্ট এমন এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন যা দেখে নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারা বিশ্ব জুড়ে যত অবাক করার মতো ঘটনা ঘটে তা ধরে রাখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক। এতে রয়েছে আশ্চর্য থেকে আশ্চর্যতম ঘটনার রেকর্ড। তবে এখনও পর্যন্ত আমরা যে ধরনের রেকর্ডের কথা শুনেছি তার থেকে এটিই অনেকটাই আলাদা। এক হেয়ারস্টাইলিস্ট এমন এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন যা দেখে নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন।
যেন রূপকথার পাতা থেকে উঠে এল রাপুনজেল! ৯ ফুট উচ্চতার বিনুনি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই হেয়ার স্টাইলিস্ট
যেন রূপকথার পাতা থেকে উঠে এল রাপুনজেল! ৯ ফুট উচ্চতার বিনুনি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই হেয়ার স্টাইলিস্ট
advertisement

বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট দানি হিসওয়ানি এক মহিলার মাথায় নয় ফুট দীর্ঘ চুলের স্টাইল তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। এই অনন্য শৈলী সত্যি বিস্মিত করার মতো। দুবাইতে বসবাসকারী দানি হিসওয়ানি গত ৭ বছর ধরে হেয়ার স্টাইলিংয়ের পেশায় রয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও সহ এই রেকর্ডের তথ্য শেয়ার করেছে।

advertisement

আরও পড়ুন- কাঁথির সভায় ভিড় দেখে জনতাকে নতজানু হয়ে প্রণাম শুভেন্দুর

যে হেয়ারস্টাইলের মাধ্যমে দানি হিসওয়ানি বিশ্ব রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছেন তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। অনেকে অবশ্য তাঁর এই স্টাইলিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাবে ট্রোলও করছেন। প্রকৃতপক্ষে দানি হিসওয়ানি বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ নয় ফুট লম্বা চূড়া তৈরি করে হেয়ার স্টাইল করেছেন। এতে চুল ছাড়াও আরও অনেক যন্ত্র ব্যবহার করা হয়েছে। হিসওয়ানি চুলকে খানিকটা ক্রিসমাস ট্রি-র মতো উঁচু করে তুলে হেয়ার ডিজাইন করেছেন।

advertisement

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে চুলের স্টাইলিস্ট প্রথমে মডেলের চুলের স্টাইল করার জন্য মাথায় একটি হেলমেট রেখেছেন। এর মধ্যে ধাতুর তৈরি তিনটি স্ট্যান্ডও দেখা যাচ্ছে। যার মাধ্যমে মাথায় চুলের স্টাইল ঠিক করা হয়েছে। তারপরে হেয়ার এক্সটেনশন এবং উইগের সাহায্যে বিভিন্ন হেয়ার বলের মাধ্যমে এই স্টাইলটিকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়েছেন এবং ৯ ফুট লম্বা ও ৬.৫ ইঞ্চি চওড়া একটি বিনুনি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

advertisement

আরও পড়ুন- নতুন বছরে বুধের মার্গী অবস্থান আনছে ভদ্ররাজ যোগ, টাকা উপচে পড়বে এই কয়েক রাশির জাতক-জাতিকার ঘরে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর আগে হেয়ার স্টাইলিস্ট দানি এক মহিলার মাথায় চুলের স্টাইল করার সময় একটি ছোট ক্রিসমাস ট্রিও তৈরি করেছিলেন। দানি হেয়ার স্টাইলকে পেশা হিসাবে দেখেন না, বরং তিনি একে এক ধরনের আর্ট হিসেবেই গ্রহণ করেছেন। লক্ষ লক্ষ মানুষ এখনও পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং লাইক করেছেন। কিন্তু অনেকেই এই বিশ্ব রেকর্ড করা স্টাইলটিকে সঠিক বলে মনে করেননি। তাঁদের মতে, এর অনেকটাই চুলের বাইরের নানা উপাদানের সঙ্গে যুক্ত, অতএব নিছক দীঘল কেশ একে বলা যায় না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: যেন রূপকথার পাতা থেকে উঠে এল রাপুনজেল! ৯ ফুট উচ্চতার বিনুনি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই হেয়ার স্টাইলিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল