আরও পড়ুন : বিরাট রিসার্চ! বয়ফ্রেন্ডকে মিস করলে মেয়েরা 'এই' কাজই করেন...
ভাইরাল ভিডিওটি (Viral Video) বস্তুও এক বর ও কনে এবং কনের প্রেমিক সম্পর্কিত। ভিডিওটি ছাদনাতলায় মালাবদলের সময়কার। এই ভিডিওতে যা দেখা যাচ্ছে সেই দৃশ্য দেখে প্রথমে অনেকেই কিছুটা অবাক হবেন। সেই সঙ্গে ভিডিওটি দেখার পর কনের প্রেমিকের জন্য আপনার মন কিন্তু ভারীও হয়ে যাবে। ভিডিওটি(Bride Groom Video) দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেউ কেউ। আবার একই সঙ্গে ভিডিওটি (Viral Video) দেখে হাসি থামছে না অনেকের।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে বর-কনে ছাদনাতলায় মালা নিয়ে দাঁড়িয়ে আছেন। বিয়ের পরিবেশ জমজমাট (Viral Video)। ভিডিওতে দেখা যায়, বর-কনে পরস্পরকে মালা পরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে কনের প্রেমিকা সেখানে চলে আসেন। এরপর তিনি ফিল্মি স্টাইলে সংলাপ বলতে শুরু করেন (Bride Groom Video)। কনেকে জিজ্ঞেস করেন, 'তুমি কি আমাকে ভালোবাসো?'
আরও পড়ুন : 'শিক্ষককে গ্রেফতার করুন...' থানায় হাজির খুদে পড়ুয়া! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়...
জবাবে পাত্রী এমন কিছু বলেন যা কনের প্রেমিকের মন ভেঙে দেয়। পাত্রী বলে, 'তোমাকে চিনিও না, ভালোবাসা তো দূরের কথা। এখান থেকে চলে যান 'এই উত্তর শুনে আপনারও করুণা হবে পাত্রীর প্রেমিকের জন্য। ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে sakhtlogg নামে একটি অ্যাকাউন্ট থেকে। (যদিও এটি একটি প্র্যাঙ্ক ভিডিওর অংশ বলে মনে হচ্ছে। এটি সম্ভবত শুধুমাত্র মানুষের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে।)