ভাইরাল ভিডিওটিতে(Viral Video) দেখা গিয়েছে বর রীতিমতো স্যান্ডো গেঞ্জি আর ধুতি পরেই তুমুল নাচ নেচে চলেছেন কনের সামনে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে "মুঝসে শাদি করোগী?' আর সেই গানেই বন্ধু বান্ধবদের নিয়ে হিন্দি সিনেমার নায়কের মতোই নাচ করছেন বর বাবাজি। আর সেই নাচ দেখে কখনও হেসে লুটোপুটি খাচ্ছেন তো কখনও লজ্জায় লাল হয়ে যাচ্ছেন কনে।
advertisement
সলমন-প্রিয়াঙ্কার জনপ্রিয় এই নাচে নেচে বর যেন কোনও হিন্দি সিনেমার নায়ককে বলে বলে দশ গোল দিচ্ছেন ছাদনাতলায়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় শেষে প্রিয়াঙ্কার মতোই মঞ্চে নেমে আসে কনে। আর একটা সময় তাঁকে কোলে তুলে নেন বর। আর ভাইয়েরা নয়, মজাদার এই বিয়ের মণ্ডপে বড়ই নিজে বউকে কোলে করে ছাদনাতলায় নিয়ে যায়। যা দেখে মন ভরে যায় উপস্থিত সকলের। সবমিলিয়ে বিয়ের মণ্ডপে বরের এই জমজমাট পারফরম্যান্স (Viral Video) দেখলে আর চুপ করে থাকতে পারবেন না কেউ।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "এরকম জামাই কই পাওয়া যায়" ! ফেসবুকে শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। কমেন্ট বক্সেও ঝড় উঠেছে মজাদার সব কমেন্টে। কেউ কেউ লিখেছেন তাঁরাও নিজেদের বিয়েতে বরের কাছ থেকে এমন পারফরম্যান্স চান। কেউ আবার উল্টোটাও বলেছেন। লিখেছেন, "এমন নাচ নাচলে আমি মণ্ডপ ছেড়ে পালাবো। " তবে সবাই যে উদিত নারায়ণের গানে এমন জোরদার পারফরম্যান্স দেখে সবমিলিয়ে দারুণ মজা পেয়েছেন সে বিষয়ে নেটিজেনরা প্রায় সকলেই একমত।
প্রসঙ্গত, চূড়ান্ত ভাইরাল এই ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷ এটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত ভিডিও ৷