ভিডিওটি রাজস্থানের যোধপুরের! সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ব্যক্তি একটি লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন এক মহিলার দিকে! জানা যায়, মহিলার শ্বশুর ওই বৃদ্ধ ভদ্রলোক! সাংসারিক অশান্তির জেরেই হাতে লাঠি নিয়ে ছেলের বউকে মারার জন্য এগিয়ে আসেন ওই বৃদ্ধ ব্যক্তি! তারস্বরে ওই মহিলাকে চিৎকার করতে দেখা যায়! আর তখনই ঘটে যায় কাণ্ড! মাকে দাদুর হাতে মার খেতে দেখে নিজেকে সামলাতে পারে না ওই বৃদ্ধর নাতনি!
advertisement
আরও পড়ুন: ৯০-এর হট বলি নায়িকা এখন মমতানন্দ গিরি! সন্ন্যাস নিলেন শাহরুখ-সলমনের নায়িকা!
ভিডিওতে দেখা যাচ্ছে মাকে দাদুর মার খাওয়ার হাত থেকে বাঁচাতে পায়ের জুতো খুলে পেটাতে শুরু করে নাতনি! পিছন থেকে ভেসে আসে কান্নার আওয়াজ! তবে জুতো দিয়ে পেটাতেই থাকে নাতনি! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়! তবে নাতনির হাতে দাদুর মার খাওয়াকে আবার নেটিজেনদের অনেকেই সাপোর্ট করেছেন। কেউ কেউ বলছেন, দাদু আগে মারতে কেন এসেছে? আবার কেউ কেউ বলছেন, যাই হয়ে যাক জুতো পেটা করা একেবারেই উচিত হয়নি! আপাতত এই ভিডিও তুমুল চর্চায়!